আজ জাইদির নেতৃত্বে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

প্রথম দুদফার ভোটে সন্ত্রাস কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। দফায় দফায় নালিশ কমিশনে। প্রশ্নের মুখে ভোট-পরিচালন প্রক্রিয়া। হুমকির অভিযোগে সরব ভোটকর্মীদের একাংশও। ঘরে বাইরে  অলআউট অ্যাটাকের মুখে আজ জাইদির নেতৃত্বে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ।

Updated By: Apr 14, 2016, 08:21 AM IST
আজ জাইদির নেতৃত্বে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

ওয়েব ডেস্ক: প্রথম দুদফার ভোটে সন্ত্রাস কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। দফায় দফায় নালিশ কমিশনে। প্রশ্নের মুখে ভোট-পরিচালন প্রক্রিয়া। হুমকির অভিযোগে সরব ভোটকর্মীদের একাংশও। ঘরে বাইরে  অলআউট অ্যাটাকের মুখে আজ জাইদির নেতৃত্বে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ।

আজ সকাল সাড়ে ৯টা নাগাদ সদলবলে দমদম বিমানবন্দরে নামবেন মুখ্য নির্বাচন কমিশনার। বেলা ১১টা নাগাদ পুলিসকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য কমিশনার। এরপর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন নাসিম জাইদি। পরে বৈঠক করবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। তৃতীয় দফা যাতে অবাধ ও সুষ্ঠু করা যায় সেজন্য সবরকম ব্যবস্থায় যে কমিশন বদ্ধপরিকর তা স্পষ্ট জাইদির ঝটিকা সফর থেকেই।

.