ব্যাঙ্কে নোট বদল করার অধিকার আজ শুধুই প্রবীণদের

ব্যাঙ্কে নোট বদল করার অধিকার আজ শুধুই প্রবীণদের। একারণে আজ সকাল থেকে বহু বয়স্ক নাগরিকের ভিড় বিভিন্ন ব্যাঙ্কে। এতদিন ভিড়ে ঠাসা লাইন, দীর্ঘ অপেক্ষার ভয়ে এদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক মুখো হননি। তবে আজ শুধু তাঁদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা হতেই, হাতে নোট নিয়ে ব্যাঙ্কে পৌছে যান তাঁরা।  গিরীশ পার্কে এসবিআই ব্রাঞ্চের বাইরে দেখা গেল প্রবীণদের লাইন।  

Updated By: Nov 19, 2016, 07:39 PM IST
ব্যাঙ্কে নোট বদল করার অধিকার আজ শুধুই প্রবীণদের

ওয়েব ডেস্ক: ব্যাঙ্কে নোট বদল করার অধিকার আজ শুধুই প্রবীণদের। একারণে আজ সকাল থেকে বহু বয়স্ক নাগরিকের ভিড় বিভিন্ন ব্যাঙ্কে। এতদিন ভিড়ে ঠাসা লাইন, দীর্ঘ অপেক্ষার ভয়ে এদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক মুখো হননি। তবে আজ শুধু তাঁদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা হতেই, হাতে নোট নিয়ে ব্যাঙ্কে পৌছে যান তাঁরা।  গিরীশ পার্কে এসবিআই ব্রাঞ্চের বাইরে দেখা গেল প্রবীণদের লাইন।  

আরও দেখুন ২৪ ঘণ্টা ইমপ্যাক্ট

ভিড়ে ঠাসা লাইন। টাকা পেতে অনন্ত প্রতীক্ষা। নোট বাতিলের পর থেকে বেশিরভাগ ব্যাঙ্কের এটাই ছবি। ভয়ে এতদিন ব্যাঙ্কমুখো হননি অনেক প্রবীণ মানুষই। শনিবার দিনটা একটু অন্যরকম। কেন্দ্রের নির্দেশ নোট বদলাতে পারবেন শুধু প্রবীণরাই। সকাল থেকেই তাই নোট হাতে ব্যাঙ্কে হাজির সিনিয়র সিটিজেনরা।

আরও পড়ুন এই ব্যক্তির মানিব্যাগের ওজন ১৫ কেজি! জাননে কেন?

.