WB Assembly Election 2021: ইশতাহার প্রকাশের আগে নয়া চমক তৃণমূলের, ভোটের প্রচারে 'দিদির ১০ অঙ্গীকার'

পড়ুয়াদের জন্য় নয়া প্রকল্প 'সবল-যুব'।

Reported By: সুতপা সেন | Updated By: Mar 16, 2021, 10:00 PM IST
WB Assembly Election 2021: ইশতাহার প্রকাশের আগে নয়া চমক তৃণমূলের, ভোটের প্রচারে 'দিদির ১০ অঙ্গীকার'

সুতপা সেন: একুশের ভোটে (WB Assembly Election 2021) নয়া চমক। বাংলার মানুষের কাছে 'দিদির ১০ অঙ্গীকার'। তৃণমূলের ইশতাহারে এইসব প্রতিশ্রুতিগুলিই থাকবে বলে সূত্রের খবর।  

ভোটের প্রচারের 'দিদির ১০ অঙ্গীকার':

---------'  
১. ৩৫ লক্ষ মানুষ কে চরম দারিদ্রের থেকে উদ্ধার।
২. দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০% থেকে কমিয়ে 5% করা।
৩. রাজ্যে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা।
৪. রাজ্যে বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা।
৫. প্রত্যেকটি পরিবার স্বাবলম্বী করার  লক্ষ্যে মাসিক ৫০০ টাকা ভাতা।
৬ কৃষক বন্ধু প্রকল্পের বছর ১০ হাজার টাকা করে পাবেন ৬৮ লক্ষ কৃষক।
৭  বড় শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি।
৮ প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি। সবল-যুব নামে নয়া প্রকল্প চালু। এই প্রকল্পে Student credit card-র মাধ্যমে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে পড়ুয়াদের। 
৯  বাংলার বাড়ি প্রকল্পের ১০ লক্ষ আবাসন তৈরি।
১০ প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

প্রসঙ্গত, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আহত হওয়ার পরে তৃণমূলের ইশতাহার প্রকাশ নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ, কলকাতায় ফিরে দলের ইশতাহার প্রকাশ করার কথা ছিল মমতার। সূত্রের খবর, ১৪ মার্চ নন্দীগ্রামে দিবসেই ইশতাহার প্রকাশের দিন চূড়ান্ত হয়েছিল। কিন্তু সেদিন ইশতাহার প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত যা খবর, আগামীকাল অর্থাৎ বুধবার প্রকাশ করা হবে ইশতাহার। আর তাতেই থাকছে 'দিদি ১০ অঙ্গীকার'। 

.