২৪ ঘণ্টায় যন্ত্রনার কথা জানিয়েও মিলেছে হুমকি, বিচারের আশায় জরিনা বিবি, মঞ্জু নাহা
এক মা চোখের সামনে দেখেছেন কর্মক্ষম তিন ছেলের ক্ষতবিক্ষত, নিথর শরীর। আরেক মা দেখেছেন তৃণমূলের দুই কর্মীর তোলা চেয়ে লাগাতার হুমকিতে মানসিক বিপর্যস্ত ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে। লাভপুরের জারিনা বিবি ও হাওড়ার ব্রিজ লজের মালিক সুমিত নাহার মা মঞ্জু নাহা। সন্তানহারা দুই মায়ের যন্ত্রণা, মিশে গেছে এক জায়গায়। দুজনেই সুবিচারের আশায় দিন গুনছেন। জারিনা বিবি ও মঞ্জু নাহা। দুই মা ই আজ সন্তানহারা।
এক মা চোখের সামনে দেখেছেন কর্মক্ষম তিন ছেলের ক্ষতবিক্ষত, নিথর শরীর। আরেক মা দেখেছেন তৃণমূলের দুই কর্মীর তোলা চেয়ে লাগাতার হুমকিতে মানসিক বিপর্যস্ত ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে। লাভপুরের জারিনা বিবি ও হাওড়ার ব্রিজ লজের মালিক সুমিত নাহার মা মঞ্জু নাহা। সন্তানহারা দুই মায়ের যন্ত্রণা, মিশে গেছে এক জায়গায়। দুজনেই সুবিচারের আশায় দিন গুনছেন। জারিনা বিবি ও মঞ্জু নাহা। দুই মা ই আজ সন্তানহারা।
ঘরছাড়া জারিনা বিবি প্রাণভয়ে লুকিয়ে আছেন। যাঁর বিরুদ্ধে তাঁর তিন ছেলেকে খুনের অভিযোগ তিনি ভোটে জিতে তৃণমূলের বিধায়ক হয়েছেন। আর সম্ভবত সেই কারণেই চার্জশিট থেকে সহজেই বাদ দেওয়া সম্ভব হয়েছে তাঁর নাম। অন্যজন হাওড়ার ব্রিজ লজের মালিক সুমিত নাহার মা মঞ্জু নাহা। স্থানীয় দুই তৃণমূল কর্মীর লাগাতার তোলা চেয়ে হুমকির কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি।
জারিনা বিবি ও মঞ্জু নাহা। এই দুই সন্তান হারা মা তাঁদের যন্ত্রনার কথা জানিয়েছেন চব্বিশ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান আপনার রায়ে। চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে নিজের অভিযোগ জানানোর জন্য ফের হুমকি পেয়েছেন জারিনা বিবি। প্রশাসনের ওপর ভরসা নেই তাঁদের। কিন্তু ভরসা রয়েছে বিচার ব্যবস্থার ওপর। অদম্য মনের জোরকে সম্বল করে সুবিচারের আশায় রয়েছেন ওরা।
সন্তানহারা এই মায়েদের সুবিচারের লড়াইয়ে চব্বিশ ঘণ্টা তাঁদের পাশে রয়েছে। ভবিষ্যতেও থাকবে।