সুইজারল্যান্ড, হাওয়াইকে পিছনে ফেলে হনিমুনের নতুন ঠিকানা এখন অ্যান্টার্কিটিকা

Updated By: Dec 13, 2014, 11:04 AM IST
সুইজারল্যান্ড, হাওয়াইকে পিছনে ফেলে হনিমুনের নতুন ঠিকানা এখন অ্যান্টার্কিটিকা

কখনও গেছ কি হারিয়ে? মাঠ, ঘাট ছাড়িয়ে...।  সে একা হোক, বা দোকা। নিজের সঙ্গে বা মনের মানুষের সঙ্গে একলা হওয়ার ইচ্ছে উঁকি দেয় সব্বার। চলুন না, এমনই কোথাও একটু হারিয়ে যাই। কখনও কখনও মন একলা হওয়ার ডাক দেয়।

কখনও নিজের সাথে আবার কখনও বা প্রিয়তমার সঙ্গে। তাইতো কংক্রিটের জঙ্গল ফেলে মন হারিয়ে যেতে চায় অচেনা,অজানার দেশে। যেখানে জীবনের লেনদেন নেই, আছে শুধু মুখোমুখি বসিবার অখন্ড অবসর। এমনই এক জায়গা বরফে ঢাকা আন্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতের কোলে ইউনিয়ন গ্লেসিয়ার ক্যাম্প। ক্যাম্প জীবনের আনন্দই আলাদা... ওরা কী করছে একটু দেখে আসা যাক...

উড়ে এসেই জুড়ে বসতে হবে এখানে। নেই বাস,ট্রাম, ট্রেনের ব্যবস্থা। চিলির থেকে আই এল সেভেন্টি সিক্স উড়ান। উড়ানে কোনও জানলা নেই। উড়ান থেকে নামার পর চোখ ধাঁধানো সৌন্দর্য পাগল করবে প্রকৃতিপ্রেমীদের। বরফের দেশে অত্যাধুনিক ক্যাম্পে রয়েছে ভুরিভোজের ব্যবস্থাও।

ক্যাম্পে একশ জনের থাকার বন্দোবস্থ রয়েছে। প্রতিরাতের ভাড়া মাত্র চারশো ডলার।

 

.