Yearly Horoscope: মেষ রাশির বছর শুরু হবে প্রতিকুল ভাবেই। কাজ কর্মে অগ্রগতি তেমন মিলবে না। ২ মাস শেষ হলেও, কেমন যাবে মেষ রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ মাস শেষ হলেও, কেমন যাবে মেষ রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,
মেষ রাশির বছর শুরু হবে অনুকুল পরিবেশ দিয়ে, কাজ কর্মে অগ্রগতি মিলবে। চারপাশের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন চলতি বছরেই।
মেষের শারীরিক অবস্থা:- এ বছর মেষের শারীরিক অবস্থা ভালো যাবে। ছোট খাট অসুখ ছাড়া তেমন কোনও অসুখের সম্ভবনা নেই।
ক্যারিয়ার:- কাজ কর্ম, ব্যবসা বানিজ্য ক্যারিয়ারের দিক শুভ বলা যায়।ভালো কিছু উন্নতি এ ক্ষেত্রে পরিলক্ষিত হয়।
লেখাপড়া :- লেখাপড়ার ভাগ্য ভালো বলা যায়। লেখাপড়ায় কোন প্রকার বাধা বা সমস্যার যোগ নেই। লেখাপড়ার ক্ষেত্রে করা পরিশ্রমের পূর্ণ প্রতিদান পাবেন।
দাম্পত্য জীবন:- বছরের শুরু দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকার সম্ভবনা। পরবর্তী সময়ে তা সমাধান হয়ে যাবে।অবস্থার উন্নতি হবে।
আরও পড়ুন: Sun Transit: সূর্য প্রবেশ করে গিয়েছে মীনে! এজন্য কোন রাশির জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, কাদের ভাগ্যোদয়?
মেষের শুভ যোগ :-
১. বছরের শুরুতে আপনার এমন কিছু সমস্যার সমাধান হবে যার সমাধান আপনি বহুদিন থেকে খুঁজছেন।
২. বিবেক বুদ্ধি জ্ঞান পূর্বের থেকে বেশি কাজ করবে।
৩. শরীর স্বাস্থ্যের সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
৪. অবিবাহিতদের বিয়ের পূর্ণ যোগ আছে। যাঁরা বিয়ে করবেন বলে ভাবছেন তাঁরা এই বছর কোমর বেঁধে নামুন কাজ হয়ে যাবে।
৫. সন্তান সম্পর্কিত সমস্যার সমাধান মিলবে।
৬. প্রেম ভালোবাসা, সম্পর্কে কোনও ঝামেলা থাকলে তা সমাধান করতে সক্ষম হবেন।
৭. দাম্পত্য জীবনকে ধর্ম ও আধ্যাত্মিক ভাব ধারায় চালানোর জন্য মনের প্রবল তাগিদ অনুভব করবেন।
৮. কাজ কর্মে ভাগ্যের পূর্ণ যোগ পাবেন।
৯. বিদেশ যাত্রা তথা বিদেশী জিনিস বা বিদেশ থেকে কোন লাভ হওয়ার সম্ভবনা।
আরও পড়ুন: Horoscope Today | Ajker Rashifal: পরীক্ষায় সাফল্য মীনের, শান্ত দিন কুম্ভর; কেমন কাটবে আপনার দিন?
মেষের অশুভ যোগ:-
১. এ বছর মেষের খরচের চাপ থাকবে বেশি। লটাকা হাতে টিকবেই না। টাকা হাতে আসার আগে খরচ রেডি হয়ে থাকবে। আসার পর উড়ে যেতে সময় লাগবে না।
২. মামাবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তথা দূরত্ব আসতে পারে।
৩. কিডনী, লিভার ইত্যাদিতে সমস্যা দেখা দিতে পারে। তাই এই দিক থেকে সতর্ক থাকতে হবে।
মোটের ওপর ২০২৪-এ মেষ-এর জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |