হারিয়ে যাওয়া ইংরেজি বলা তোতা চার বছর পর ফিরে বলছে শুধু স্প্যানিশ
আপনার বাড়ির পোষা তোতা অতি বুদ্ধিমান। বাড়ির সিন্দুক পাহারা দিতে 'ও ত্রিনয়ন, ও ত্রিনয়ন...' পাসওয়ার্ড শিখিয়ে রেখেছেন পোষা তোতাকে । কিন্তু হঠাত্ উড়ে গেল। কিছুদিন পর এসে আপনাকে পাসওয়ার্ড শোনাচ্ছে, 'o three eyes o three eyes...'। কি অবাক হলেন?
ওয়েব ডেস্ক: আপনার বাড়ির পোষা তোতা অতি বুদ্ধিমান। বাড়ির সিন্দুক পাহারা দিতে 'ও ত্রিনয়ন, ও ত্রিনয়ন...' পাসওয়ার্ড শিখিয়ে রেখেছেন পোষা তোতাকে । কিন্তু হঠাত্ উড়ে গেল। কিছুদিন পর এসে আপনাকে পাসওয়ার্ড শোনাচ্ছে, 'o three eyes o three eyes...'। কি অবাক হলেন?
এক ব্রিটিশের তোতা পাখি হারিয়ে যায়। তাঁর তোতা অনর্গল ইংরেজি ভাষায় কথা বলতে পারত। চার বছর পর ফিরে পায় পোষা তোতাকে। কিন্তু তোতার কথা শুনে হতবাক সেই ব্যক্তি। স্প্যানিশ ভাষায় কথা বলছে তাঁর নাইজেল।
এই আফ্রিকান গ্রে তোতাপাখির মালিক ড্যারেন চিক জানান, "চার বছর ধরে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। হঠাত ফিরে পাই নাইজেলকে। কিন্তু তার ভাষা পাল্টে যায়।" ক্যার্লিফোনিয়ার টোরেন্স থেকে উদ্ধার করেন নাইজেলকে।