প্রতি সেকেন্ডে ইন্টারনেটে গোটা বিশ্বে পর্ন দেখেন ২৮ হাজার মানুষ, প্রকাশ সমীক্ষায়

ইন্টারনেটে পর্ন দেখার প্রবণতা আরও বাড়ল। ইন্টারনেট ট্র্যাফিকের ওপর কাজ করা এক সংস্থার নয়া রিপোর্ট দেখাল তারে আবদ্ধ ভূবনগ্রামে নীল দুনিয়ার হাতছানিটা অগ্রাহ্য করতে পারছেন না সেখানকার বাসিন্দারা। গত বছর যেখানে প্রতি সেকেন্ড দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে গড়ে প্রায় ২৬ হাজার মানুষ পর্ন সাইট ভিজিট বা পর্ন সার্চে ব্যস্ত ছিলেন।

Updated By: Sep 20, 2015, 11:30 AM IST

ওয়েব ডেস্ক: ইন্টারনেটে পর্ন দেখার প্রবণতা আরও বাড়ল। ইন্টারনেট ট্র্যাফিকের ওপর কাজ করা এক সংস্থার নয়া রিপোর্ট দেখাল তারে আবদ্ধ ভূবনগ্রামে নীল দুনিয়ার হাতছানিটা অগ্রাহ্য করতে পারছেন না সেখানকার বাসিন্দারা। গত বছর যেখানে প্রতি সেকেন্ড দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে গড়ে প্রায় ২৬ হাজার মানুষ পর্ন সাইট ভিজিট বা পর্ন সার্চে ব্যস্ত ছিলেন।

সেখানে ওই একই সংস্থার হিসেব বলছে চলতি বছর প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ২৮ হাজার মানুষ পর্ন সাইট ভিজিট বা পর্ন সার্চ করছে। অর্থাত্‍ প্রতি সেকেন্ড প্রায় দু হাজার ভিজিটার বাড়ছে পর্ন সাইট না পর্ন সার্চে। রিপোর্ট বলছে, ২০১৫ সালে প্রতি সেকেন্ড পর্ন সার্চ বা পর্ন সাইট ভিজিটের সংখ্যাটা হল ২৮ হাজার ২৫৮।

সবচেয়ে বেশি পর্ন দেখা হয় ব্রাজিলে।

.