Summer Fashion: কড়া রোদকে তোয়াক্কা না করে ফ্যাশনে নতুন ট্রেন্ড, কী কী রয়েছে সামার কালেকশনে?
Summer Fashion: এই কড়া রোদকে রীতিমত বুড়ো আঙুল দেখাতে শেখালেন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার। এই অসহ্য গরম, প্যাচপ্যাচে ঘাম, গরমের দাবদাহ--এসব তো থাকবেই। এগুলো তো আর পাল্টে ফেলা সম্ভব নয়। কিন্তু তা বলে ফ্যাশনে কম্প্রোমাইজ! কখনোই না। তাই কলকাতার গরমের সঙ্গে মানানসই পোশাকের সম্ভার নিয়ে এলেন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরম বলে কী জীবন থেমে যাবে! রোজকার বেরোনো,অফিস থেকে পার্টি, সবই তো যেমনকার তেমন। মেয়েদের এই প্রতিদিনের ফ্যাশনেই কালবৈশাখীর ঝড় তুলেছেন ডিজাইনার স্রোতস্বিনী। প্যাচ প্যাচে গরমে গায়ে যেমন কিছু রাখতে ইচ্ছে করে না, সেই কথা মাথায় রেখেই স্রোতস্বিনী তাঁর 'সামার কালেকশন'-এ এনেছেন টুইস্ট।
আরও পড়ুন- Relationship: সম্পর্কে জড়াতে চান না বেশিরভাগ পুরুষ, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য...
কেমন সেই টুইস্ট? আসুন শোনা যাক, স্রোতস্বিনীর মুখেই, " এখন আবার '৭০-এর পুরনো ফ্যাশন ফিরে এসেছে---ব্যাগি টপস আর ঢিলেঢালা প্যান্টস। সেটা মাথায় রেখেই আমি এবারের সামার কালেকশন সাজিয়েছি।" স্রোতস্বিনীর মতে শরীর-আঁকড়ানো পোশাকের জামানা এখন শেষ। নতুন ট্রেন্ড 'লুস ফিট'। গরমের সময় ফ্যাশন করাও হল, আরামও মিলল। তাছাড়া ফ্যাশনে সাইজ আজ আর কোনও ব্যাপার নয়। এই ঢিলেঢালা পোশাকে সকলেই চমৎকার মানিয়ে যাচ্ছেন। এই ট্রেন্ডকে মাথায় রেখেই স্রোতস্বিনী তাঁর সামার কালেকশনে রেখেছেন ট্রেন্ডি লুক আর ফিল। গরমের কথা মাথায় রেখে প্রতিদিনের পোশাক-ফ্যাশনে এনেছেন সাদামাটা ভাব। কোথাও কোনও বাড়াবাড়ি নেই একচুল ও। একেবারে ক্যাজুয়াল ট্রেন্ডি লুক। এই পোশাকের সঙ্গে খুব বেশি গয়না পরারও ঝামেলা নেই। গায়ে জামা গলিয়ে একটা স্লিপার পরে অফিসের জন্য বেড়িয়ে পরলেই হল! এই আড়ম্বরহীন সাদামাটা ভাবেই স্রোতস্বিনীর গ্রীষ্ম-ট্যুইস্ট। পরে আরাম, দেখেও আরাম ।
স্রোতস্বিনীর যাবতীয় এই পোশাক সম্ভার আপনি পাবেন 'স্টোর নং 6'-এ। এই বুটিক স্রোতস্বিনীর নিজের। বুটিকের বয়স বেশি নয়, কিন্তু ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে শহরের বুকে অভিনব এই বুটিক। এই বুটিকের অন্যতম বৈশিষ্ট্য হল এই বুটিকে যাঁরা যাঁরা কাজ করেন সবাই মহিলা। মহিলাদের স্বনির্ভরতায় বিশ্বাস করেন স্রোতস্বিনী। নববর্ষের এই বুটিকের ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল। আপনি অনলাইনে অথবা বুটিকে এসে আপনার পছন্দমত পোশাক তৈরির অর্ডার দিতে পারেন, 'স্টোর নং 6' তা বানিয়ে দেবে। কিংবা স্রোতস্বিনীর মেধা এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রনে যেসব চোখ-ধাঁধানো পোশাক-সম্ভার সাজানো আছে, সেগুলোও নিতে পারেন। ডিজাইনার পোশাক বলে আকাশচুম্বী দাম ভাববেন না। একেবারে সাধারণের সাধ্যেই মিলবে এই অসাধারণ পোশাক-সম্ভার।