না চাইতেই! মাউথওয়াশ অর্ডার করে হাতে এল Redmi Note 10

নেটদুনিয়ায় ভাইরাল ঘটনা

Updated By: May 15, 2021, 07:26 AM IST
না চাইতেই! মাউথওয়াশ অর্ডার করে হাতে এল Redmi Note 10

নিজস্ব প্রতিবেদন: অনলাইনে অর্ডার করে একেবারে অন্য জিনিস হাতে পাওয়ার ঘটনা আকছারই ঘটে। ভাইরালও হয়েছে বহু ঘটনা। আর এবার মাউথওয়াশ অর্ডার করে যেন তেন কিছু নয়, বরং ব্র্যান্ড নিউ রেডমি নোট ১০ (Redmi Note 10) হাতে পেলেন মুম্বইয়ের এক বাসিন্দা। 

লোকেশ দাগা নামে ঐ ব্যক্তি টুইটে অ্যামাজনকে (Amazon) উদ্দেশ্য করে জানান, মাউথওয়াশ অর্ডার করেছিলেন কিন্তু পরিবর্তে তিনি রেডমি নোট ১০ পেয়েছেন। ছবি দিয়ে তিনি এও লেখেন, মাউথওয়াশ অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি ফেরত দিতেও পারছেন না। আরেকটি টুইটে তিনি বিল সংক্রান্ত একটি সমস্যাও সামনে আনেন। প্যাকেজে তাঁর নাম থাকলেও বিলে অন্য কারও নাম রয়েছে বলে দাবি তাঁর।

ঘটনা সামনে আসার পরেই মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছেন, স্থানীয় দোকান থেকে মাউথওয়াশ কিনে নিয়ে ভুলবশত পাওয়া রেডমি নোট ১০ তাঁর নিজের কাছে রেখে দিতে। আবার অনেকেই তাঁর সততার প্রশংসা জানিয়েছেন।  

আরও পড়ুুন: Work From home, দীর্ঘক্ষণ বসে কাজ! অর্শরোগের থেকে বাঁচার উপায় জেনে নিন

.