ফেমিনিজমের প্রতিবাদে এবার মেনিনিজম
ফেমিনিজমে বিরক্ত হয়ে এবার প্রতিবাদের নতুন ভাষা মেনিজম খুঁজে নিলেন মহিলারা। মেনিনিস্ট টুইটার অ্যাকাউন্টের একটি ক্যাম্পেন মেনিনিজম। যা লড়ছে পুরুষদের সমানাধিকারের দাবিতে। যদিও, মজা করার জন্য
ওয়েব ডেস্ক: ফেমিনিজমে বিরক্ত হয়ে এবার প্রতিবাদের নতুন ভাষা মেনিজম খুঁজে নিলেন মহিলারা। মেনিনিস্ট টুইটার অ্যাকাউন্টের একটি ক্যাম্পেন মেনিনিজম। যা লড়ছে পুরুষদের সমানাধিকারের দাবিতে। যদিও, মজা করার জন্য
তৈরি হয়েছে এই ক্যাম্পেন, মাঝে মাঝেই বেশ কিছু আপত্তিজনক পোস্ট শেয়ার করা হচ্ছে মেনিনিজম টুইটার অ্যাকাউন্টে। সেই সঙ্গেই মহিলারা নিজেদের #Meninist টি-শার্ট পরা ছবিও শেয়ার করছেন টুইটারে।
গত বছরের শেষের দিকে বেশ কিছু মহিলা ফেমিনিজমের প্রতিবাদ করেন। মূলত ২৫ বছরের কম বয়সী মহিলাদের দাবি ছিল তাদের ফেমিনিজম প্রয়োজন নেই। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র এমা ওয়াটসন বলেন, "অনেক সময়ই দেখা গিয়েছে ফেমিনিজম শেষ পর্যন্ত পরিণত হয়েছে পুরুষ বিদ্বেষে। যা বন্ধ হওয়া উচিত্। এখনকার সময় আমাদের উচিত্ বিভাজন না করে সব লিঙ্গের সমানাধিকার দাবি করা। এখনও যদি আমরা মনে করি ফেমিনিজম মানে পুরুষ বিদ্বেষ, তবে সেই ধারণা আমাদের অবিলম্বে বদলানো উচিত্।"