কন্ডোমের ব্যবহার নিয়ে যে যে ভুল ধারণাগুলি রয়েছে!

যৌনরোগ, অবাঞ্ছিত গর্ভধারণ আটকাতে বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন অসুরক্ষিত সেক্স নয়। সুরক্ষিত যৌনজীবন পালনের জন্য। কিন্তু, এখনও ভারতীয় সমাজ সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পায়। আর যার ফলে ছড়িয়ে পড়ে বেশকিছু ভ্রান্ত ধারণা। কন্ডোমের ব্যবহার নিয়েও এমন বেশকিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। যেমন,

Updated By: Jun 29, 2016, 09:58 PM IST
কন্ডোমের ব্যবহার নিয়ে যে যে ভুল ধারণাগুলি রয়েছে!

ওয়েব ডেস্ক : যৌনরোগ, অবাঞ্ছিত গর্ভধারণ আটকাতে বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন অসুরক্ষিত সেক্স নয়। সুরক্ষিত যৌনজীবন পালনের জন্য। কিন্তু, এখনও ভারতীয় সমাজ সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পায়। আর যার ফলে ছড়িয়ে পড়ে বেশকিছু ভ্রান্ত ধারণা। কন্ডোমের ব্যবহার নিয়েও এমন বেশকিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। যেমন,

১) ১৮ বছর হওয়ার আগে কন্ডোম কেনা যাবে না!

২) ওরাল সেক্স বা পায়ুসঙ্গমের সময় কন্ডোমের এর দরকার পড়ে না। একদমই ভুল। কারণ, কন্ডোম শুধু অবাঞ্ছিত গর্ভধারণ আটকায় না। যৌনরোগের সংক্রমণও প্রতিরোধ করে!

৩) কন্ডোমের নাকি কোনও এক্সপায়ারি ডেট হয় না! প্রত্যেক ওষুধের মত এরও এক্সপায়ারি ডেট আছে!

৪) কন্ডোম ব্যবহার করলে পরিপূর্ণ যৌনসুখ পাওয়া যায় না! ভুল কথা।

আরও পড়ুন- শুক্রাণুর DNA যে কারণে ক্ষতিগ্রস্ত হয়!

৫) যদি কোনও মহিলা কনট্রাসেপ্টিভ পিল নেন, তাহলে কন্ডোমের প্রয়োজন পড়ে না! যৌন সংক্রমণ আটকাতে অতি অবশ্যই দরকার।

৬) একটা কন্ডোমের চেয়ে ২টো কন্ডোম ব্যবহার করলে সাবধানতা বেশি অবলম্বন করা হয়! বরং উল্টোটাই হতে পারে।

৭) যৌনসঙ্গমের মাঝপথে কন্ডোম ব্যবহার করেও যৌনরোগ ও অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করা যায়! একদমই না।

৮) শুধু হেটেরোসেক্সুয়ালদের জন্যই কন্ডোম প্রয়োজন! সমকামীতার ক্ষেত্রে এর দরকার নেই!

৯) একইসময়ে প্রথমবার ব্যবহার করলেই যথেষ্ট, দ্বিতীয়বার আর কন্ডোম ব্যবহারের প্রয়োজনীয়তা পড়ে না!

আরও পড়ুন- কোন দিকে মাথা দিয়ে ঘুমালে স্ট্রোক, প্যারালাইসিস এড়ানো যায়?

.