সিয়াচেনে ৬ দিন পর উদ্ধার ল্যান্সনায়েকের অবস্থার আরও অবনতি
সিয়াচেনে ছদিন পর উদ্ধার ল্যান্সনায়েকের অবস্থার আরও অবনতি হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে তাঁর মস্তিষ্কে অক্সিজেন যাচ্ছে না। গতকাল রাতে হনমনথাপ্পাকে পরীক্ষা করতে এইমস থেকে বিশেষজ্ঞ চিকিত্সকের একটি দল সেনা হাসপাতালে যায়। সেখানে বেশ কিছুক্ষণ চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করেন। এরপরই মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, সিয়াচেন থেকে জীবিত উদ্ধার হওয়া ল্যান্সনায়েকের কোনও অঙ্গ-প্রত্যঙ্গ এখনও কাজ করছে না। দুটি ফুসফুসেই নিউমোনিয়া হয়েছে তাঁর। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। গতকাল সকালেই জানা যায়, হনমনথাপ্পার কিডনি ও লিভার কাজ করছে না। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
ওয়েব ডেস্ক: সিয়াচেনে ছদিন পর উদ্ধার ল্যান্সনায়েকের অবস্থার আরও অবনতি হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে তাঁর মস্তিষ্কে অক্সিজেন যাচ্ছে না। গতকাল রাতে হনমনথাপ্পাকে পরীক্ষা করতে এইমস থেকে বিশেষজ্ঞ চিকিত্সকের একটি দল সেনা হাসপাতালে যায়। সেখানে বেশ কিছুক্ষণ চিকিত্সকরা তাঁকে পরীক্ষা করেন। এরপরই মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, সিয়াচেন থেকে জীবিত উদ্ধার হওয়া ল্যান্সনায়েকের কোনও অঙ্গ-প্রত্যঙ্গ এখনও কাজ করছে না। দুটি ফুসফুসেই নিউমোনিয়া হয়েছে তাঁর। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। গতকাল সকালেই জানা যায়, হনমনথাপ্পার কিডনি ও লিভার কাজ করছে না। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।