২৬/১১'র আগে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন! ড্রোন মারফত নজর রেখে গুলি চালাল পাক সেনা

শুক্রবারের ড্রোন ও শনিবারের গুলির হামলা কোনও বড় ছক কষার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। 

Updated By: Nov 21, 2020, 01:49 PM IST
২৬/১১'র আগে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন! ড্রোন মারফত নজর রেখে গুলি চালাল পাক সেনা

নিজস্ব প্রতিবেদন: ফের বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা। নওসেরা সেক্টরের কাছে হঠাৎই গুলি ছোড়া হয় পাক সীমা থেকে। নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। গতকাল ওই এলাকায় বিকেলে পাকিস্তানের ড্রোন দেখা যায়। গুলি চালিয়ে সেই ড্রোন নামানোর চেষ্টা করে ভারতীয় সেনা। কিন্তু তার আগেই পাক সীমা টপকে যায় ড্রোন।

এই ঘটনার পরই, শনিবার সকালে হামলা চালায় পাক সেনা। শুক্রবার, নিয়ন্ত্রণরেখা টপকে ড্রোন প্রায় ৭০০ মিটার ঢুকে পড়েছিল বলে খবর। শুক্রবারের ড্রোন ও শনিবারের গুলির হামলা কোনও বড় ছক কষার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, গুলিতে শহিদ ১ হাবিলদার। ইনি মহারাষ্ট্রের বাসিন্দা। 

পাক গুলিতে শহিদ

প্রসঙ্গত, ২৬-১১ মুম্বই হামলার পুনরাবৃত্তি হতে পারত! কিন্তু ভারতীয় সেনা জওয়ানরা জঙ্গি হামলার ছক বানচাল করে দিয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে জম্মুর নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলে গুলির লড়াই। জানা যাচ্ছে, ঘটনায় নিহত চার জঙ্গি। গুলির লড়াই চলে হাইওয়ের উপর এক টোল প্লাজার নিকটে। ট্রাকে করে সাওয়ার করছিল ওই ৪ জইশ জঙ্গি। সেখানেই সংঘর্ষ বাধে। চলতে থাকে গুলিবৃষ্টি। সূত্রের খবর, নাশকতার পরিকল্পনা করছিল তারা। এই ঘটনার পর শুরু হয়েছে তল্লাশি। প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজে টোলে টাকা মেটাতে দেখা যায় ট্রাক চালককে। 

জানা গিয়েছে, ট্রাকে লুকিয়ে উপত্যকায় প্রবেশ করতে চেয়েছিল ওই চার জঙ্গি। কিন্তু সেনা জওয়ানরা সতর্ক থাকায় এবারের মতো জঙ্গিদের ছক বানচাল করা সম্ভব হয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকার বাড়তি সর্তকতা অবলম্বন করছে। 

সরকারি সূত্রে জানা যাচ্ছে, ২৬-১১ বর্ষপূর্তিতে ফের জঙ্গি হামলার ছক কষছে একাধিক জঙ্গি সংগঠন। তাই সেনা, সিআরপিএফসহ নিরাপত্তা বাহিনীকে বাড়তি সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে।

Tags:
.