ভারত- চিন বিবাদের মাঝেই ফের কেঁপে উঠল লাদাখ

ভারত ও চিনের মধ্যে বচসার মধ্যেই ভূমিকম্পের সাক্ষী থাকল লাদাখ।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 2, 2020, 03:42 PM IST
ভারত- চিন বিবাদের মাঝেই ফের কেঁপে উঠল লাদাখ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কেঁপে উঠল লাদাখ। সীমান্ত নিয়ে ভারত ও চিনের মধ্যে বচসার মধ্যেই ভূমিকম্পের সাক্ষী থাকল লাদাখ।
কার্গিল থেকে ১১৯ কিলোমিটার উত্তর পশ্চিমের অংশে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে দুপুর ১ টা ১১ নাগাদ এই ভূমিকম্প হয় লাদাখে। যদিও এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
গত সপ্তাহেও এরকম একটি ভূমিকম্পের সাক্ষী ছিল লাদাখ। তখনও রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫।  এমনিতেই হিমালয় এলাকা অত্যান্ত ভূমিকম্প প্রবণ। বারবারই ভূমিকম্পের কবলে পড়ছে লাদাখ সহ পার্শ্ববর্তী অঞ্চল। গত সপ্তাহে ২৬ জুন ভূমিকম্প হয়েছিল ফের ৬ দিনের মাথায় আজ আবার।

আরও পড়ুন:প্রভুভক্তি একেই বলে! মনিবের মৃত্যুর শোকে নিজেকেও শেষ করে দিল আদরের পোষ্য

.