ভিমা কোরেগাঁও কাণ্ডে আদালতে বড় ধাক্কা খেলেন বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা
এদিন আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, অভিযুক্তের তদন্তকারী সংস্থা নির্বাচন করার অধিকার নেই। একই সঙ্গে ভারভারা রাও-সহ ৪ সমাজকর্মীর গৃহবন্দি দশার মেয়াদ ৪ সপ্তাহ বৃদ্ধি করেছে। অভিযুক্তদের জামিনের জন্য নিম্ন আদালতে আবেদনের নির্দেশ দিয়েছে বিচারপতি এএম খানউইলকর। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, সরকারের সমালোচনা করায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ভিমা কোরেগাঁও কাণ্ডে সিট গঠনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ঘটনার তদন্তভার রইল পুনে পুলিসের হাতে। এমনকী এই ঘটনায় যুক্ত অভিযোগে গ্রেফতার সমাজকর্মীদের মুক্তি প্রসঙ্গে মন্তব্য করতেও অস্বীকার করেছে আদালত।
Accused can't choose which probe agency should examine case: Justice AM Khanwilkar reading out the verdict on the arrest of activists Varavara Rao, Arun Ferreira, Vernon Gonsalves, Sudha Bharadwaj and Gautam Navlakha in Bhima-Koregaon case. pic.twitter.com/0uX1iGiqqq
— ANI (@ANI) September 28, 2018
এদিন আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে, অভিযুক্তের তদন্তকারী সংস্থা নির্বাচন করার অধিকার নেই। একই সঙ্গে ভারভারা রাও-সহ ৪ সমাজকর্মীর গৃহবন্দি দশার মেয়াদ ৪ সপ্তাহ বৃদ্ধি করেছে। অভিযুক্তদের জামিনের জন্য নিম্ন আদালতে আবেদনের নির্দেশ দিয়েছে বিচারপতি এএম খানউইলকর।
পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, সরকারের সমালোচনা করায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিস। তাঁদের বিরুদ্ধে মাওবাদী যোগের প্রমাণ মিলেছে। রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের। গ্রেফতারির পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে বলেও মনে হয় না।
শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়, সব মহিলাদের জন্যই খুলে গেল সবরীমালার দরজা
সুপ্রিম কোর্টের রায়কে বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন আইনজ্ঞরা।