জল্পনা উড়িয়ে শেষমেশ বিজেপিতে যোগ দিলেন সানি দেওল

পঞ্জাবের ১৩ টি আসনে ৩ টিতে লড়ছে বিজেপি। শিরোমানি অকালি দলের সঙ্গে জোট করে পঞ্জাবে লড়ছে বিজেপি। অমৃতসর, গুরদাসপুর এবং হোশিয়ারপুর কেন্দ্র এখনও পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি বিজেপি

Updated By: Apr 23, 2019, 12:13 PM IST
জল্পনা উড়িয়ে শেষমেশ বিজেপিতে যোগ দিলেন সানি দেওল
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: জল্পনা অবশেষে সত্যিই হল। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার দিনেই বিজেপিতে যোগ দিচ্ছেন  বলিউড অভিনেতা সানি দেওল। গত রবিবার দিল্লিতে সানি দেওলের বাড়িতে গিয়ে সাক্ষাত্ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়।  

এ প্রসঙ্গে রবিবার বলিউডের ‘মোস্ট অ্যাকশন হিরো’কে প্রশ্ন করা হলে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। সানি দেওল এ দিন বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা কানে আসছে। তিনি (অমিত শাহ) আমার সঙ্গে দেখা করেছেন। ছবি তুলেছেন। ব্যস। ৬২ বছর বয়সী ওই অভিনেতা এ দিন স্পষ্ট করে দেন রাজনীতি নিয়ে অমিত শাহের সঙ্গে কোনও কথা হয়নি।

আরও পড়ুন- কপাল ফিরবে শশীর! মাথায় ব্যান্ডেজ নিয়ে ভোট প্রদান করলেন কংগ্রেসের এই হেভিওয়েট প্রার্থী

পঞ্জাবের ১৩ টি আসনে ৩ টিতে লড়ছে বিজেপি। শিরোমানি অকালি দলের সঙ্গে জোট করে পঞ্জাবে লড়ছে বিজেপি। অমৃতসর, গুরদাসপুর এবং হোশিয়ারপুর কেন্দ্র এখনও পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি বিজেপি। শোনা যাচ্ছে, অমৃতসরের জন্য অভিনেত্রী পুনম ধিল্লন এবং রাজিন্দর মোহন সিং ছিনার সঙ্গেও আলোচনা চালাচ্ছে বিজেপি।

গুরদাসপুর আসনে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্না বা তাঁদের পুত্র অক্ষয় খান্নাকে দাঁড় করানোর জল্পনা রয়েছে। সম্প্রতি, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ সিনেমায় সঞ্জয় বারুর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন বলিউডের প্রবীণ এই অভিনেতা। এমনকি শোনা যায়, ওই চরিত্রে অভিনয় করে বিজেপির অন্দরেও বেশ প্রশংসিত হয়েছেন অক্ষয় খান্না। উল্লেখ্য, আগামী ১৯ মে এক দফায় ভোটগ্রহণ হবে পঞ্জাবে।

.