মোদী কখনই প্রধানমন্ত্রী হতে পারেন না: অমর্ত্য সেন
বিজেপি যখন মোদীকেই দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ভেবেই নিয়েছে, তাঁর কড়া সমালোচনা শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলায়। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মোদীকে তিনি কখনই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ মোদী ধর্মনিরপেক্ষ নন। এমনকী, মোদী মডেলও তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন অমর্ত্য সেন।
বিজেপি যখন মোদীকেই দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ভেবেই নিয়েছে, তাঁর কড়া সমালোচনা শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলায়। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মোদীকে তিনি কখনই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ মোদী ধর্মনিরপেক্ষ নন। এমনকী, মোদী মডেলও তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন অমর্ত্য সেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে অমর্ত্য সেন বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি কখনই মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার খাতিরে উনি কিছুই করেননি। সবথেকে আগে ওনার উচিত ছিল ধর্মনিরপেক্ষ আচরণ করা ও দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করা। আমি ওনাকে সমর্থন করি না। ওনার রেকর্ডও আমার ভাল মনে হয় না। আমরা ভারতীয়রা কখনও চাইব না এরকম কোনও পরিস্থিতি আসুক যেখানে সংখ্যালঘুরা সন্ত্রস্ত হয়ে পড়ুক। আমি মনে করি ২০০২ সালে ওদের বিরুদ্ধে সন্ত্রাস পুরোটাই তৈরি করা হয়েছিল। এরকম রেকর্ড যেই মানুষের রয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না। অমর্ত্য সেনের মতে গুজরাতে স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে মোদীর আরও নজর দেওয়া উচিত ছিল।