ফের অনশনে আন্না
সরকার প্রস্তাবিত লোকপাল বিলের খসড়ার প্রতিবাদে আগামী সাতাশে ডিসেম্বর অনশনে বসছেন আন্না হাজারে। সরকার প্রস্তাবিত খসড়া অত্যন্ত দুর্বল বলে দাবি আন্নার। সংসদের স্ট্যান্ডিং কমিটি প্রস্তাবিত খসড়ায় নিচুতলার আমলাদের লোকপালের আওতার বাইরে রাখা হয়েছে।
সরকার প্রস্তাবিত লোকপাল বিলের খসড়ার প্রতিবাদে আগামী সাতাশে ডিসেম্বর অনশনে বসছেন আন্না হাজারে। সরকার প্রস্তাবিত খসড়া অত্যন্ত দুর্বল বলে দাবি আন্নার। সংসদের স্ট্যান্ডিং কমিটি প্রস্তাবিত খসড়ায় নিচুতলার আমলাদের লোকপালের আওতার বাইরে রাখা হয়েছে। এর প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন টিম আন্নার সদস্যরা। আন্নার মতে এইভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। এর আগে আন্না বলেছিলেন, সংসদের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাশ না হলে দিল্লির রামলীলা ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন তিনি।