রেলকর্তারা বিমান বন্দরে স্বাগত জানাতে আসায় ক্ষুব্ধ অশ্বিনী লোহানি

Updated By: Oct 2, 2017, 09:34 PM IST
রেলকর্তারা বিমান বন্দরে স্বাগত জানাতে আসায় ক্ষুব্ধ অশ্বিনী লোহানি

ওয়েব ডেস্ক: রেল বোর্ডের চেয়ারম্যান হয়ে আগেই বলেছিলেন 'ফুলের তোড়া' (বোকে কালচার) সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। এবার তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে আগত রেলের আধিকারিকদের সমালোচনা করলেন অশ্বিনী লোহানি। শনিবার পশ্চিম রেলের সদর দফতর চার্চগেটে রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল। রেলের আধিকারিকদের সরাসরি বৈঠক স্থলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন লোহানি। কিন্তু বৈঠকস্থলে সরাসরি না পৌঁছে পশ্চিম ও মধ্য রেলের কর্তারা বিমান বন্দরে যান  অশ্বিনী লোহানিকে স্বাগত জানাতে। আর এতেই ক্ষুব্ধ হন রেলবোর্ডের বর্তমান চেয়ারম্যান।

প্রসঙ্গত, দায়িত্ব নিয়েই লোহানি জানিয়েছিলেন, অতীতে তিনি যেমন এয়ার ইন্ডিয়া থেকে 'প্রটোকল সংস্কৃতি' তুলে ছেড়েছেন, তেমনই ভারতীয় রেল থেকেও এই প্রথাকে নিশ্চিহ্ন করবেন। এবার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ করে রোল বোর্ডের চেয়ারম্যান বুঝিয়ে দিলেন যে তাঁর কথা নেহাত কথার কথা নয়।

.