রাজস্থানে মেরুকরণ ও জাতপাতের রাজনীতিতেই ধস নামতে পারে গেরুয়া শিবিরে

রাজ্যে এবার প্রতিষ্ঠান বিরোধিতাও কাজ করতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল

Updated By: Nov 2, 2018, 04:55 PM IST
রাজস্থানে মেরুকরণ ও জাতপাতের রাজনীতিতেই ধস নামতে পারে গেরুয়া শিবিরে

নিজস্ব প্রতিবেদন: কয়েকটি প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী এবার রাজস্থানে বড় পরীক্ষা বসুন্ধরা রাজের। বলা হচ্ছে কংগ্রেসের সঙ্গে এবার এঁটে উঠতে পারবেন না রাজে। এমন এক আশঙ্কা মাথায় নিয়েই ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ভোটগ্রহণ করা হচ্ছে ৭ ডিসেম্বর।

আরও পড়ুন-অসমে বাঙালি খুনের তীব্র নিন্দা মমতার, NRC-র জেরেই খুন প্রশ্ন তুললেন মুখ্যমন্

টাইমস নাউ ও সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ১১০-১২০টি আসন। বিজেপি পেতে পারে ৭০-৮০টি আসন। বসপা পেতে পারে ১-৩টি আসন। অন্যান্যদের দখলে আসতে পারে ৭-৯টি আসন।

সাম্প্রতিক কিছু পুরসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করেছে কংগ্রসে। রাজ্য বংশওয়ারা, ভিলওয়ারা, জালোরা, কারৌলি জেলার জেলা পরিষদ দখল করেছে কংগ্রসে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে একমাত্র কারৌলি ছাড়া সব জেলাতেই জিতেছিল বিজেপি। ফলে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখী হচ্ছে গেরুয়া শিবির।

রাজ্যে এখন সবচেয়ে বড় ইস্যু কৃষকদের দুর্দশা। এনিয়ে বহু বিক্ষোভও হয়েছে। বাধ্য হয়েই বসুন্ধরা রাজে সরকার গত জুন মাসে ৮,৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কৃষকদের ক্ষোভের পাশাপাশি রাজ্যে এবার প্রতিষ্ঠান বিরোধিতাও কাজ করতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল।

আরও পড়ুন-কুকথায় ট্যাগ লাইন অনুব্রত মণ্ডল : শতাব্দী

বসুন্ধরা রাজের বিরুদ্ধে সক্রিয় দলের একাংশ। তাঁর কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে মিছিল করেছিলেন দলের নেতারা। ওই দুই ইস্যুর পাশাপাশি গোরক্ষকদের তাণ্ডব ও দলিতদের ওপরে হামলা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। খুব অল্প হলেও এই দুই ইস্যু বসুন্ধরার বিরুদ্ধে যাবে বলেও মনে করছে কোনও কোনও মহল। রয়েছে মেরুকরণ ও জাতপাতের রাজনীতিও। মেরুকরণকে ভালো চোখে দেখছে না বিভিন্ন মহল। বিষয়টিকে মাথায় রেখে কংগ্রেস রাজপুত ভানোয়ার জিতেন্দ্র সিংয়ের পরিবর্তে বিজেপির বিরুদ্ধে দাঁড় করিয়েছে করণ সিং যাদবকে। লক্ষ্য আহির ভোটব্যাঙ্ক। এছাড়া জাঠ, রাজপুত ও ওবিসি ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে বেছে বেছে ওইসব জনগোষ্ঠী থেকেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস। ফলে সমস্যায় পড়তে পারেন বসুন্ধরা।

.