'ফাইটার' অবনীর সাফল্যের উড়ানে উচ্ছ্বসিত পরিবার থেকে আম আদমি
একা ফাইটার জেট উড়িয়ে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা পাইলট।
নিজস্ব প্রতিবেদন: একাই যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন বায়ুসেনার আধিকারিক অবনী চতুর্বেদী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একাই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ায় তিনি।
বায়ুসেনা জানিয়েছে, সোমবার গুজরাটের জামনগর থেকে উড়ান শুরু করেন অবনী। ২০১৬ সালের জুন থেকে যুদ্ধবিমানের চালক হিসেবে অন্তর্ভূক্তি হয়েছিল অবনীর। তিনি ছাড়া সেই দলে ছিলেন ভাবনা কান্ত ও মোহানা সিং। এই তিন জনই ভারতীয় বায়ুসেনার প্রথম ব্যাচের মহিলা যুদ্ধবিমান চালক। অবনীর সাফল্যের উচ্ছ্বসিত তাঁর পরিবার। মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা অবনীর মা সবিতা দেবীর দাবি, কল্পনা চাওলা হওয়ার স্বপ্ন দেখত অবনী। বায়ুসেনায় যোগদানের পরিকল্পনা নিয়ে বাড়িতে কিছু জানাননি। সুযোগ পাওয়ার পরই পরিবারকে জানিয়েছিলেন অবণী।
#TouchTheSkyWithGlory : Fg Offr Avani Chaturvedi became the first Indian Woman to fly a fighter aircraft solo, when on 19 Feb 18 she flew a MiG-21 Bison aircraft in her first solo flight. The photo attached has been taken after her solo sortie. pic.twitter.com/nHWe4sgSmi
— Indian Air Force (@IAF_MCC) February 22, 2018
অবনীকে সেলাম জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। রেলমন্ত্রী থেকে আম আদমি- সকলের মুখেই প্রশংসা ভারতের বীরঙ্গনার।
আরও পড়ুন- রেল কর্মীর তৎপরতায় চলন্ত ট্রেনের তলায় যেতে যেতে বাঁচলেন মহিলা
Congratulations to Flying Officer #AvaniChaturvedi on becoming the first Indian woman to fly a MiG-21 Bison aircraft solo. The whole country is proud of her for this amazing feat. pic.twitter.com/KVLukYDXkw
— Piyush Goyal (@PiyushGoyal) February 22, 2018
Congratulations to Flying Officer Avani Chaturvedi for creating history and becoming the first Indian woman to fly a fighter aircraft, the MiG-21 "Bison", solo. #AvaniChaturvedi #girlrising #touchthesky pic.twitter.com/uhjrBrO4OM
— Suresh Prabhu (@sureshpprabhu) February 22, 2018
Woke up to this update on Twitter and felt really proud. Congratulations, #AvaniChaturvedi on becoming the first Indian woman to fly a MiG-21 Bison fighter aircraft solo. #MorePowerToYou pic.twitter.com/Ij9nFtJluO
— Suresh Raina (@ImRaina) February 22, 2018
Heartiest Congratulations to Flying Officer #AvaniChaturvedi on becoming the first Indian woman to fly a fighter aircraft, the MiG-21 "Bison". #WomenPower #GirlRising #WomenEmpowerment pic.twitter.com/IdPo2aBTYQ
— Babul Supriyo (@SuPriyoBabul) February 22, 2018
Flying Officer "Avani Chaturvedi" - the1st Indian woman to fly fighter aircraft solo
Keep Soaring #AvaniChaturvedi #Bhavana and #Mohana our three women pilots commissioned as flying officers into the fighter stream#AirForce #IAF #Ind #BisonPride #Bison #ChetChat #Fighter pic.twitter.com/HGFA12r7XP— Chetna Vasishth (@chetchat101) February 22, 2018
मिग- 21 बाइसन को अकेले उड़ाकर #AvaniChaturvedi ने इतिहास रचा दिया। वह ऐसा करने वाली देश की पहली महिला फाइटर पायलट है। आपको बहुत बहुत बधाइयाँ एवं शुभकामनाएं। @BJP4India pic.twitter.com/LUIIeXTIYL
— Kanta Sonwal (@ksonwalbjp) February 22, 2018