সাতসকালে অল্পের জন্য রক্ষা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বাবুল সুপ্রিয়
কী হয়েছিল আসলে? ঘটনার পরপরই টুইট করেন কেন্দ্রীয় ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
শুক্রবার সকালে দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন আসানসোলের সাংসদ। সকাল ৫টা নাগাদ তাঁর গাড়িকে পেছন থেকে সজোরে ধাকা দেয় একটি বিশাল ভলভো বাস। ধাক্কা লাগলেও তাঁর কোনও ক্ষতি হয়নি বলে নিজেই জানিয়েছেন বাবুল।
My car got hit frm behind by a Huge(unidentified)Volvo Bus, on the Highway Flyover on way to the Airport•Driver somehow managed to steer off the flyover railing or else we wud have been thrown off•He was/is so rattled that i has to take the wheel after that•Good Luck ruled
— Babul Supriyo (@SuPriyoBabul) November 8, 2018
আরও পড়ুন-আদিবাসীদের জীবন নষ্ট করে দিচ্ছে শহুরে মাওবাদীরা, বস্তারে তোপ মোদীর
কী হয়েছিল আসলে? ঘটনার পরপরই টুইট করেন কেন্দ্রীয় ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী। তিনি লিখেছেন, আমার গাড়ি চালক কোনও ক্রমে ফ্লাইওভারের রেলিংয়ের দিকে সরে যেতে পেরেছিলেন। তা না হলে আমরা নীচে পড়ে যেত পারতাম। ও এতটাই ভয়ে পেয়ে গিয়েছিল যে আমাকে শেষপর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয়।
এতবড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, বাবুল কি কোনও এফআইআর করবেন? তাঁর অনুগামীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে অসংখ্য ভিআইপি থাকেন। তাদের নিয়ে এমনিতেই ব্যস্ত দিল্লি পুলিস। ফ্লাইট, গাড়ি, রাজনীতি, মমতাদির পুলিস সহ বহুকিছু এমনিতেই খুবই বিপজ্জনক। কার সিসিটিভি ফুটেজ দেখব বলুন?
আরও পড়ুন- ট্রাকের নীচে 'দাগ'! বালি খুঁড়তেই বেরিয়ে এল মৃতদেহ
উল্লেখ্য, গত মাসে খবরের শিরোনামে এসেছিলেন বাবুল। অভিযোগ, আসানসোলে এক অনুষ্ঠানে একজনের পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এনিয়েও বির্তক শুরু হয়ে যায়।