স্থগিত হতে পারে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া!

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল স্থগিত রাখা হতে পারে। সূত্রের খবর অনুসারে অন্তত এমনটাই বলা হচ্ছে। আর এর ফলে এবার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছ।

Updated By: Nov 18, 2016, 04:42 PM IST
স্থগিত হতে পারে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া!

ওয়েব ডেস্ক : পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল স্থগিত রাখা হতে পারে। সূত্রের খবর অনুসারে অন্তত এমনটাই বলা হচ্ছে। আর এর ফলে এবার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছ।

সূত্রের খবর, পুরনো নোট বদলের এই সম্পূর্ণ বিষয়টিই বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।    

আরও পড়ুন- নোট বদলে হাতে ভোটের কালি নয়, অর্থমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

মূলত, ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করে নতুন নোট নেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দেওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুসারে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে টাকা বদলের বিষয়টি সম্পূর্ণ বন্ধ রাখা হলেও, নিজেদের অ্যাকাউন্টে গ্রাহকরা পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে পারবেন। আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরকারের এই সিদ্ধানের কথা ঘোষণা করা হতে পারে বলে ধারণা।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষাণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে বাজারে আনা হয় নতুন ২০০০ টাকার নোট। অল্প দিনের মধ্যেই নতুন ৫০০ টাকার নোটও বাজারে আনতে চলেছে সরকার। 

.