নোট সমস্যার মধ্যে ক্রিসমাসে চমক বেঙ্গালুরুতে
নোটবন্দির বাজারে এবার ক্রিসমাস। সেখানে বড় খরচ করার সামর্থ্য কই। তা বলে উত্সবে চমক থাকবে না, তা কি হয়। আর সেই ইচ্ছে থেকেই উপায় বের করেছেন বেঙ্গালুরুর বাসিন্দারা। পরিবেশ বান্ধব ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: নোটবন্দির বাজারে এবার ক্রিসমাস। সেখানে বড় খরচ করার সামর্থ্য কই। তা বলে উত্সবে চমক থাকবে না, তা কি হয়। আর সেই ইচ্ছে থেকেই উপায় বের করেছেন বেঙ্গালুরুর বাসিন্দারা। পরিবেশ বান্ধব ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছেন তাঁরা।
নোট সমস্যা এখনও কাটেনি। তার উপরে ক্রিসমাস। উত্সবের খরচ তো কম নয়। কিন্তু সমস্যা মিটবে কীভাবে? তবে এই খরার বাজারেও চমক বেঙ্গলুরুতে। ২৫ ফুট লম্বা ক্রিসমাস ট্রি বানিয়েছেন স্থানীয় মারথমা চার্চের সদস্যরা। পুরো ক্রিসমাস ট্রিটাই তৈরি হয়েছে ফেলে দেওয়া জিনিস দিয়ে। যা পুরোপুরি পরিবেশ বান্ধব।
এবারের ক্রিসমাসটা আলাদা অন্য বছরের থেকে। সেটা মালুম হচ্ছে মুম্বইয়ের ফাঁকা ক্রিসমাস মার্কেট দেখেই। কোথায় সেই চেনা ভিড়। কোথায় সেই জাঁক জমক। সমস্যা যতই থাকুক উত্সব বলে কথা। তাই উপায়ও বের হয়েছে। ক্রিসমাস বাজারেও তাই চলছে ই-ওয়ালেটে বিকিকিনি।