Bengaluru Weather: বেঙ্গালুরু এখন নরক! হিটওয়েভের কোপে ২০ বছর পর এটাই করতে হল শহরবাসীকে...
Bengaluru Weather: বেঙ্গালুরু নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফুটের বেশি উচ্চতার জন্য সেখানের পরিবেশ মনোরম। যদিও এই বছরের অপ্রত্যাশিত আবহাওয়ার পরিবর্তন ব্যাঙ্গালুরুবাসীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফুটের বেশি উচ্চতার জন্য সেখানের পরিবেশ মনোরম। যদিও এই বছরের অপ্রত্যাশিত আবহাওয়ার পরিবর্তন ব্যাঙ্গালুরুবাসীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সেখানে বাসিন্দারা কোনওদিন ভাবেইনি যে ফ্যানের পরিবর্তে এসি ব্যবহার করতে হবে বলে।
দীর্ঘদিনের বাসিন্দা, যিনি বেঙ্গালুরুতে ২০ বছরের বেশি সময় ধরে রয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে তিনি, 'কখনও ভাবেননি যে তাঁর বাড়িতে এসি লাগাতে হবে।' তিনি আরও প্রকাশ করেছেন যে বেঙ্গালুরু যেন রাজস্থান হয়ে গিয়েছে। প্রেরণা নামে এক ইউজার এক্স হ্যান্ডেলে খেলেন, 'আগে এই শহর নিয়ে কথা উঠলে, সবাই এটাকে মনোরম আবহাওয়ার জন্য চিনত। ব্যাঙ্গালুরুবাসীরা আর এই ওয়েদার কার্ড খেলতে পারবে না।'
Never in my 20 years in Bangalore, I ever thought we would need an AC.
Earlier say anything about this city and People would defend it with the pleasant weather.
Bangaloreans can no longer play the “ weather” card.
What is this heat even?
It’s as if I’m staying in… pic.twitter.com/MwTlOdqDY8
— Prerana Nireeksha Amanna (@AmannaPrerana) May 1, 2024
আরও পড়ুন:Madhya Pradesh: স্ত্রীর সঙ্গে যৌনাচারী স্বাভাবিক, বিকৃতকাম হলেও! সম্মতি নেওয়ার প্রশ্নই নেই: হাইকোর্ট
তিনি এমনকি প্রশ্ন তোলেন, 'এই তাপ কি? মনে হচ্ছে আমি রাজস্থানে আছি। আগের বছরের থেকে প্রতি বছর গরমের মাত্রা বেড়ে চলেছে। এই গরম অসহ্যকর।' এর পাশাপাশি তিনি তাঁর ঘরের একটি ছবিও পোস্ট করেন। যেখানে তিনি নতুন এসি লাগিয়েছেন। তিনি এটাও শেয়ার করেছেন যে এখন তিনি গরম থেকে রেহাই পেয়েছেন, তবে এই গরম জন্য এটাও যথেষ্ট নয়।
১ মে তিনি এই পোস্টটি শেয়ার করেন। শেয়ার করা মাত্রই পোস্টটি ভাইরাল হয়ে যায়। কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, '২০১৬ সালে এয়ার কুলার কিনেছিলাম কারণ আমার ঘরে সরাসরি রোদ ঢোকে। ২০১৬-১৭এর পরে সেটি কখনও ব্যবহার করিনি। এই গরমে প্রথমবার সেটা ব্যবহার করলাম। আট বছর পর! মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি এসিও লাগবে।'
অন্য একজন লেখেন, '১৯৭০-এর দশকে বেঙ্গালুরু স্বর্গ ছিল, এটি এখন নরক পরিণত হয়েছে।' আবার একজন লেখেন, 'ঠাণ্ডা অনুভব করার জন্য উইকএন্ডে ভেলোর বা চেন্নাই থেকে বেঙ্গালুরু ঘুরতে যেতাম। এখন ধারণাটি সম্পূর্ণ বদলে যাচ্ছে। ভেলোর বা চেন্নাই গরমের তুলনায় আমরা হিল স্টেশনে যাওয়ার মতো অনুভব করতাম। কিন্তু এখন দেখছি কিছু ব্যতিক্রম ছাড়া সব হাই-রাইজ অ্যাপার্টমেন্ট এবং প্রতিটিতে এসি লাগানো আছে। আমি বলব না যে উত্তাপ এই সময়ে উত্তর ভারত বা পশ্চিম ভারতের সমান কিন্তু ব্যাঙ্গালোর তার আকর্ষণ হারিয়েছে।' আরও একজন লেখেন, 'আমি একজন দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালুরুতে থাকি। এবছর অসহনীয় গরম পড়েছে। এখনও বাড়িতে এসি লাগাইনি। আগের বছর কয়েকবার এখানে বৃষ্টি হয়েছে। এই বছর সেটা মিস করেছি। জলবায়ু পরিবর্তন একটি বাস্তব সমস্যা।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)