বিহার বিধান পরিষদের চেয়ারম্যানের দুই ছেলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ
গত ১৬ মে অবধেশ নারায়ণ সিংয়ের সরকারি বাসভবনে তাঁকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় সুশান্ত রঞ্জন। কিছুক্ষণের মধ্যেই সুশান্তর ভাই প্রশান্ত সেখানে এসে পৌঁছয়।
নিজস্ব প্রতিবেদন : বিহার বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিংয়ের দুই ছেলে সুশান্ত রঞ্জন ও প্রশান্ত রঞ্জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।
পুলিসকে ওই মহিলা জানিয়েছেন, গত ১৬ মে অবধেশ নারায়ণ সিংয়ের সরকারি বাসভবনে তাঁকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় সুশান্ত রঞ্জন। কিছুক্ষণের মধ্যেই সুশান্তর ভাই প্রশান্ত সেখানে এসে পৌঁছয়। এরপরই ওই মহিলার ওপর যৌন নির্যাতন শুরু করে সুশান্ত। নির্যাতিতা জানিয়েছেন, পরে তাঁকে একটি ঘরে আটকে রেখে দুই ভাইয়ের মধ্যে লড়াই বেঁধে যায়। তাদের হাত থেকে বাঁচতে প্রাণ ভয়ে চিত্কার করতে থাকেন তিনি। তাঁর চিত্কার শুরু ওই সরকারি বাসভবনের এক কর্মী এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুশান্ত ও প্রশান্ত রঞ্জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন- গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছিলেন কর্ণাটকের রাজ্যপাল, কটাক্ষ রজনীকান্তের