জামিন পেলেও স্বস্তি নেই সলমন খানের
বাড়ি ফিরলেন সলমন খান।
নিজস্ব প্রতিবেদন: হরিণ শিকার মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন সলমন খান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। তবে এখনই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না ভাইজান। বরং তাঁর জন্য কঠিন দিন অপেক্ষা করে রয়েছে। সলমন খানের জামিনের বিরোধিতা করে রাজস্থান আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী।
এদিন দুপুরে সলমন খানকে জামিন দেয় যোধপুর দায়রা আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে জামিন পান তিনি। আদালতের অনুমতি ছাড়া বিদেশেযাত্রা করতে পারবেন না ৫২ বছরের অভিনেতা। পাশাপাশি পরের শুনানির জন্য তাঁকে ৭ মে আদালতে আসতে হবে। বিষ্ণোই সম্প্রদায়ের আইনজীবী জানিয়েছেন, সলমনের জামিনের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যাবেন তাঁরা। .
He will have to submit two bonds of Rs 25 thousand each, he cannot leave the nation without the court's permission and will have to appear here again in person on May 7: Mahipal Bishnoi, Lawyer of Bishnoi community. #BlackBuckPaochingCase pic.twitter.com/zPoAvtSL1W
— ANI (@ANI) April 7, 2018
এদিন সলমন বাড়ি ফিরতেই আতসবাজি ফাটিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় আসেন সল্লু। সেখান থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। হাত জোড় করে ধন্যবাদ জানান। ইঙ্গিতেই তাঁদের বাড়ি ফিরে ঘুমোতে বলেন।
আরও পড়ুন- গ্যালাক্সির বারান্দা থেকে ভক্তদের দেখা দিলেন সলমন খান