বসুন্ধারা ও চৌহানকে নিয়ে অমিতের বাড়িতে বৈঠক বিজেপির
ব্যপম থেকে ললিত গেট কেলেঙ্কারি। একের পর এক কাণ্ডে কোণঠাসা বাদল অধিবেশনের আগে দলে রণকৌশল ঠিক করতে অমিত শাহের বাড়িতে বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ।
ওয়েব ডেস্ক: ব্যপম থেকে ললিত গেট কেলেঙ্কারি। একের পর এক কাণ্ডে কোণঠাসা বাদল অধিবেশনের আগে দলে রণকৌশল ঠিক করতে অমিত শাহের বাড়িতে বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ।
সেখানেই তলব করা হয় দুর্নীতি কাণ্ডে কাঠগড়ায় ওঠা দুই মুখ্যমন্ত্রী বসুন্ধারা রাজে ও শিবরাজ সিং চৌহানকে। ললিতকাণ্ড থেকে ব্যপম। একের পর এক কেলেঙ্কারির অভিযোগে জেরবার মোদী সরকার। আসন্ন বাদল অধিবেশনে তাই বিরোধীদের চাপে কোনঠাসা হওয়ার সমূহ সম্ভাবনা। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করাই এখন বিজেপি নেতৃত্বের লক্ষ্য। এনিয়েই আগামিকাল এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।