সব বাড়িতে বিবেকানন্দের ছবি ঝুললে বিজেপি সরকার ক্ষমতায় ৩৫ বছর, দাবি বিপ্লব দেবের
মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে দাবি করেছিলেন তিনি। ইনি সেই বিপ্লব দেব যিনি দাবি করেছিলেন, হাঁস জলে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়।
নিজস্ব প্রতিবেদন- তাঁর রাজ্যের অন্তত ৮০ শতাংশ বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি দেওয়ালে ঝুলতে হবে। তবেই আগরতলায় বিজেপির সরকার অন্তত ৩৫ বছর স্থায়ী হবে বলে মনে করছেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব হঠাৎ এমন মন্তব্য করতে গেলেন কেন! আসলে স্বামী বিবেকানন্দের কথা বলে দলীয় কর্মীদের উজ্জীবিত করার এই টেকনিক নতুন নয়। এর আগেও কোভিড কেয়ার সেন্টারে থাকা রোগীদের স্বামী বিবেকানন্দের বই বিলি করেছিলেন তিনি। তাহলে কি আগরতলায় ক্ষমতার মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবার স্বামীজীর দ্বারস্থ হতে হল বিজেপিকে!
বিপ্লব দেবের অসংলগ্ন কথাবার্তা এই প্রথম নয়। মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে দাবি করেছিলেন তিনি। ইনি সেই বিপ্লব দেব যিনি দাবি করেছিলেন, হাঁস জলে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। তাই তাঁর থেকে স্বামী বিবেকানন্দকে নিয়ে এমন কথা শুনে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। আসলে আগরতলায় বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির বৈঠকে গিয়েছিলেন বিপ্লব দেব। তখনই বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ''আপনারা মহিলা মোর্চার কর্মীরা ত্রিপুরার ঘরে ঘরে স্বামীজীর ছবি পৌঁছে দিন। ছোটবেলায় একটা সময় দেখতাম ত্রিপুরায় বহু বাড়িতে জ্যোতি বসু, মাও সে তুং, লেনিনের ছবি থাকত। কিন্তু আমরা এখানে আড়াই বছর ক্ষমতায় আসার পর একটা বাড়িতেও কি স্বামীজির ছবি পৌঁছে দিতে পেরেছি?"
আরও পড়ুন- ভারতে ক্যাম্পাস খুলুক ইয়েল ও অক্সফোর্ড ইউনিভার্সিটি, চায় মোদী সরকার
বিপ্লব দেব এদিন দাবি করেছেন, যদি ত্রিপুরার ৮০ শতাংশ বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি পৌঁছে দিতে পারে তাহলেই একমাত্র বিজেপি সরকার তিরিশ-পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থাকবে। এমন উদাহরণ যে ত্রিপুরায় সিপিএম-এর ক্ষমতায় থাকার নীতি-আদর্শ নকল করতে বলা তা বলা বাহুল্য। তবে ত্রিপুরার বিজেপি কর্মীরা বিপ্লব দেবের এই আবেদনের পর প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই ঘরে ঘরে স্বামীর ছবি পৌঁছে দেওয়ার জন্য মহিলা মোর্চার কর্মীরা উদ্যোগ নেবেন। যেভাবেই হোক ত্রিপুরায় ক্ষমতায় থাকতে চায় বিজেপি। তবে প্রতিবারের মতো এবারও বিপ্লব দেবের এমন যুক্তিতে হেলায় উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের দাবী, মাত্র আড়াই বছরে বিজেপি শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যবাসী। সেখানে ৩৫ বছরের স্বপ্ন দেখা মানে অলীক কল্পনা!