সেনা 'অন্ধা ধুন' গুলি চালাচ্ছিল, গুলিতে ঝাঁঝরা মারতিতে একমাত্র জীবিত

বাসিম আহমেদ, ১৫ বছরের ছেলেটা গত চারদিন দু'চোখের পাতা এক করতে পারেনি। সোমবার যে মারতি  গাড়িতে সেনার গুলিতে মারা যান দুই তরুণ, সেই গাড়িতেই ছিলেন বাসিমও। পাশে বসে থাকা বন্ধু যখন গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, নিমেশে চোখ বন্ধ করে নিয়েছিল ১৫ বছরের তরুণ। ভয় আর আতঙ্কে।

Updated By: Nov 7, 2014, 05:15 PM IST
সেনা 'অন্ধা ধুন' গুলি চালাচ্ছিল, গুলিতে ঝাঁঝরা মারতিতে একমাত্র জীবিত

শ্রীনগর: বাসিম আহমেদ, ১৫ বছরের ছেলেটা গত চারদিন দু'চোখের পাতা এক করতে পারেনি। সোমবার যে মারতি  গাড়িতে সেনার গুলিতে মারা যান দুই তরুণ, সেই গাড়িতেই ছিলেন বাসিমও। পাশে বসে থাকা বন্ধু যখন গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, নিমেশে চোখ বন্ধ করে নিয়েছিল ১৫ বছরের তরুণ। ভয় আর আতঙ্কে।

সেই মারতি গাড়িতে একমাত্র জীবিত তিনি। বললেন, "থ্যাঙ্ক গড, আমি বেঁচে আছি। হয়ত  এটা আমার ভাগ্য।'' যদিও ভয় আর সজন হারানোর কান্না তাঁর চোখে মুখে।  আত্মরক্ষার জন্য গাড়ি থেকে পালিয়ে পাশের চাষজমিতে গা ঢাকা দিয়েছিলেন বাসিম।

মহরম উপলক্ষে ড্রাইভে যাওয়ার কথা ছিল তাঁদের। গান আর আড্ডায় কাটছিল সময়টা। হঠাৎ একটা পোলে ধাক্কা মারার পর ছবিটা পালটে যায় নিমেশে। হঠাৎই গুলি চালাতে থাকে সেনা।

এই ঘটনায় ক্ষমা চেয়েছে সেনা। সাধারণ নাগরিকের প্রাণহানীর জন্য ক্ষমা প্রার্থণা করেছে সেনা।

 

.