'একজন মুসলিম পুরুষ চারবার বিয়ে করতে পারেন, প্রথম স্ত্রীর অনুমতি দরকার নেই', নিয়ম শুনে নিরুত্তর সাজেদাবানু
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে কোনও মুসলিম পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারেন? আদলতের কাছে প্রশ্ন রাখলেন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী সাজেদাবানু। ইন্ডিয়ান পেনাল কোড কী বলছে?
ওয়েব ডেস্ক: প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে কোনও মুসলিম পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারেন? আদলতের কাছে প্রশ্ন রাখলেন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী সাজেদাবানু। ইন্ডিয়ান পেনাল কোড কী বলছে?
২০০৪, ছত্তিশগড়ের রায়পুরে জাফর আব্বাস মারচেন্টের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে পুলিসের কাছে দারস্থ হন স্ত্রী সাজেদাবানু। ভারতীয় দণ্ডবিধি ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ে, অত্যাচার, পণ নেওয়ার অভিযোগ দায়ের করে পুলিস। ২০১০ জাফর আব্বাস এইসব অভিযোগ বাতিল করার আবেদন জানিয়ে হাই কোর্টের দারস্থ হন। তাঁর আইনজীবী দাবি করেন, মুসলিম ব্যক্তিগত আইনে জাফর আব্বাসের দ্বিতীয় বিয়ে আইনবিরুদ্ধ নয়। সেই আইনে এক ব্যক্তি চারবার বিয়ের করার অনুমতি রয়েছে।
এরপর উচ্চ আদালত এই মামলাকে অ্যামিকাস কুরিয়ে-র কাছে পাঠায়। সেখানে বিবাহের বিভিন্ন প্রথা নিয়ে আলোচনা হয়। তারা জানান, শারিয়া আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই।
২০০১ স্বামীর ঘর ছেড়ে গুজরাতে নিজের বাড়িতে চলে আসেন সাজেদাবানু। তারপর ২০০৩ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই জাফর আব্বাস দ্বিতীয় বিয়ে করেন।