রাজধানীর মত দূরপাল্লার ট্রেনে নাশকতার ছক

রাজধানী এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে নাশকতা চালানোর ছক করছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিকিওরিটি কমিশনারের কাছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, পনেরোই মে-র মধ্যে রাজ্যের একাধিক দূরপাল্লার ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে নাশকতাকারীরা।

Updated By: May 12, 2013, 04:55 PM IST

রাজধানী এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে নাশকতা চালানোর ছক করছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিকিওরিটি কমিশনারের কাছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, পনেরোই মে-র মধ্যে রাজ্যের একাধিক দূরপাল্লার ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে নাশকতাকারীরা।
ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মি এবং আদিবাসী পিপলস আর্মি নামে দুটি সংগঠন মিলিতভাবে এই হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দারা। সতর্কবার্তা পাওয়ার পরেই আরপিএফের তরফে রাজ্য পুলিসকে সতর্ক করা হয়েছে। আদিবাসী এলাকাগুলিতে রাতে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করার কথা ভাবা হচ্ছে। স্টেশনে স্টেশনে ও দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

.