Aadhaar Update: আধার কার্ডে সংশোধনের জন্য লাগবে কোন কোন নথি, খরচ কত, জেনে নিন

আধার কার্ডে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা ও ভাষা পরিবর্তন করতে গেলে অনলাইনে লগ ইন করতে হবে Aadhaar Self-service Update Portal-এ

Updated By: Oct 12, 2021, 03:36 PM IST
Aadhaar Update: আধার কার্ডে সংশোধনের জন্য লাগবে কোন কোন নথি, খরচ কত, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: আধার কার্ড সংশোধন নিয়ে অনেকই নাজেহাল। সংশোধন করার জন্য সেন্টারের খোঁজেই হন্যে অনেকে। তবে ওই একই কাজ নিজেই করা যাবে Aadhaar Self-service Update Portal-র মাধ্যমে।  এর মাধ্যমেই সংশোধন করা যাবে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ভাষা ও ঠিকানা। এর জন্য দিতে হবে চার্জ। জানিয়ে দিয়েছে Unique Identification Authority of India বা UIDAI।

আরও পড়ুন-IPL 2021: কেন মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিলেন Glenn Maxwell, Dan Christian?   

কত টাকা লাগবে

আধার কার্ডে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা ও ভাষা পরিবর্তন করতে গেলে অনলাইনে লগ ইন করতে হবে Aadhaar Self-service Update Portal-এ। UIDAI জানিয়ে দিয়েছে প্রতিটি ক্ষেত্রে সংশোধনের জন্য দিতে হবে ৫০ টাকা। তবে একসঙ্গে একাধিক সংশোধনের জন্যও লাগবে ওই ৫০ টাকাই।

আধার কার্ড সংশোধনরে জন্য কী কী নথি লাগবে

নাম সংশোধনের জন্য লাগবে আইডেন্টিটি প্রুফের স্ক্যান কপি।

জন্মতারিখ সংশোধনের জন্য প্রয়োজন বার্থ সার্টিফিকেটের স্ক্যান কপি।

লিঙ্গ সংশোধনের জন্য প্রয়োজন মোবাইলে পাঠানো ওটিপি।

ঠিকানা বদলের জন্য লাগবে অ্যাড্রেস প্রুফের স্ক্যান করা কপি।

ভাষা পরিবর্তনের জন্য কোনও নথি লাগবে না।

আরও পড়ুন-#উৎসব: অষ্টমী-নবমীতে বৃষ্টির আশঙ্কা! আগেই দেখে নিন এমন কিছু পুজো, যে-রাস্তা দ্রুত জলমগ্ন হয়

"https://ssup.uidai.gov.in/ssup/" লিঙ্কে ক্লিক করে আপডেট করা যেতে পারে।

আধার সংশোধনের আগে প্রয়োজন আধারে দেওয়া মোবাইল নম্বর। কারণ সংশোধন করতে গেলে ওই নম্বরেই আসবে ওটিপি। তবে পরিবারে প্রধান, বায়োমেট্রিক আপডেটের জন্য যেতে হবে আধার সেবা কেন্দ্রে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.