IPL 2021: কেন মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিলেন Glenn Maxwell, Dan Christian?

ম্যাচ হারতেই সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত ড্যান ক্রিশ্চিয়ান। 

Updated By: Oct 12, 2021, 03:24 PM IST
IPL 2021: কেন মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিলেন Glenn Maxwell, Dan Christian?
ড্যান ক্রিশ্চিয়ানের পাশে দাঁড়িয়ে জোরালো প্রতিবাদ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করলে একজন মানুষের মনে কতটা কুপ্রভাব পড়তে পারে সেটা ফের একবার বোঝা গেল। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রচুর রান বিলিয়েছিলেন ড্যান ক্রিশ্চিয়ান (Dan Christian)। ফলে আইপিএল (IPL 2021) থেকে ছিটকে যেতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। এই হারের জন্য ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী জর্জিয়া ডুনকে ইনস্টাগ্রামে আক্রমণ করেন গুটিকয়েক আরসিবি সমর্থক। সমর্থকদের এমন অভব্য আচরণ মেনে নিতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। সতীর্থের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে পাল্টা ক্ষোভ উগরে দিলেন তিনি। ক্রিশ্চিয়ানও সমর্থকদের একহাত নিয়েছেন। 

কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ঘটনার সূত্রপাত নাইটদের ব্যাটিংয়ের ১২তম ওভারে ক্রিশ্চিয়ানকে তিনটি ছয় মেরেছিলেন সুনীল নারিন (Sunil Narine)। সেই ওভারে মোট ২২ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। এমনকি শেষ ওভারে বল করতে এসে সাত রান আটকাতে পারেননি তিনি। আর সেই কারণে এবার আরসিবির সমর্থকদের রোষের মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে।

আরও পড়ুন: IPL 2021: বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে কী বললেন Virat Kohli?

Christian said his partner has been subject to abuse on social media.

ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে চূড়ান্ত গালিগালাজ করতে থাকেন গুটিকয়েক সমর্থক। এরপরই ইনস্টাগ্রামে নিজের 'স্টোরি'তে গর্জে ওঠেন ক্রিশ্চিয়ান। লিখেছিলেন, 'এই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলি পড়ুন। আজ আমি ভাল খেলতে পারিনি, কিন্তু সেটা তো খেলার অঙ্গ। তাই দয়া করে আমার স্ত্রী-কে এই সবের থেকে দূরে রাখুন।' 

ম্যাক্সওয়েলও জোরালো প্রতিবাদ করেছেন। 'ম্যাড ম্যাক্স' ট্যুইটারে লিখেছেন, 'এই মরসুমে আমরা বেশ ভাল পারফরম্যান্স করেছি। তবে দুর্ভাগ্যজনক ভাবে আমরা ফাইনালে যেতে পারলাম না। তবে এতে আমাদের লড়াই অর্থহীন হয়ে যায় না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুবই  আবর্জনা ছড়াচ্ছে। আসলে আমরা সবাই প্রতিদিন নিজেদের সেরাটা দিতে চাই। তাই গালিগালাজ না দিয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।'

 

ম্যাক্সি আরও লিখেছেন, 'আসল সমর্থকদের ধন্যবাদ। তাঁরা সর্বস্ব দেওয়া ক্রিকেটারদের সবসময় সমর্থন করে যায়! তবে দুর্ভাগ্যজনক ভাবে এমন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াকে বাজে একটি জায়গা বানিয়ে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। দয়া করে এমন হবেন না।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.