রোহিঙ্গারা অনুপ্রবেশ করে আসায় নাগরিকত্ব নয়, বিরোধীদের জবাব অমিতের
রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নে একে একে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিলে কেন রোহিঙ্গা মুসলিমদের সামিল করা হয়নি? রাজ্যসভার বিতর্কে তার জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট করেন, রোহিঙ্গারা কেউ সরাসরি ভারতে আসেনি। তারা অনুপ্রবেশ করে এদেশে ঢুকেছে।
পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের হিন্দু, শিখ, খৃষ্ট্রান, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব সংশোধনী বিলে। কিন্তু কেন মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা নাগরিকত্ব পাবে না? রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নে অমিত শাহ বলেন,''রোহিঙ্গারা সরাসরি ভারতে আসেনি। তারা বাংলাদেশে ঢুকেছিল। সেখান থেকে এদেশে এসেছে।''
Home Minister Amit Shah, in Rajya Sabha, on #CitizenshipAmendmentBill2019: It was asked that why were Rohingyas not included in the Bill? Rohingyas don't come to India directly, they go to Bangladesh and then infiltrate into India from there. pic.twitter.com/sskSx9O10k
— ANI (@ANI) December 11, 2019