আমি মায়ের মতো নরম নই: রাহুল গান্ধী

দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা রাহুলের। এবার একটু কড়াই। মা সোনিয়ার মতো নরম নন, বরং দলীয় মতপার্থক্য রুখতে কঠোর হতেও যে তিনি পিছ পা হবেন না, তা স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী।

Updated By: May 24, 2013, 02:06 PM IST

দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা রাহুলের। এবার একটু কড়াই। মা সোনিয়ার মতো নরম নন, বরং দলীয় মতপার্থক্য রুখতে কঠোর হতেও যে তিনি পিছ পা হবেন না, তা স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী।
দলের শীর্ষ নেতাদের রাহুল বলেছেন, "আমি মায়ের মতো নরম নই। দলীয় বিভেদ আমি কড়া হাতে নিয়ন্ত্রণ করব।" কড়া হাতে দল নিয়ন্ত্রণ করার কথা দলের সাংসদ, বিধায়কদের দিল্লিতে এক বৈঠকে জানিয়েছেন রাহুল।
লোকসভা ভোটের আর বাকি নেই এক বছরও। সেইসঙ্গে নভেম্বরেই হবে দিল্লির বিধানসভা নির্বাচনও। তার আগে দলীয় সংগঠন মজবুত করতে রাহুলের এই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বলেন, "নির্বাচনে আমরা একসঙ্গেই লড়ব।" রাহুল মন্ত্রে যে দলের নেতা-নেত্রীরা বেশ চাঙ্গা হয়েছেন, তা মুখ্যমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।

.