'দাউদ দুশমন' ছোটা রাজনকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু
গ্রেফতারের পর ফের মুখ খুললেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। ইন্দোনেশিয়ার বালি পুলিস সূত্রে খবর, রাজন জানিয়েছেন, কোনওভাবেই আত্মসমর্পণ নয় বরং গ্রেফতারই হয়েছেন তিনি। এর পাশাপাশি ভারতে ফেরার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।
Updated By: Oct 29, 2015, 12:06 PM IST
