বিদ্রোহী জসবন্ত এবার মর্মাহত

দল তাঁকে বহিষ্কার করায় তিনি মর্মাহত। এক বিবৃতিতে একথা বললেন বিদ্রোহী বিজেপি নেতা জসবন্ত সিং। বিবৃতিতে দলের তীব্র সমালোচনাও করেছেন বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা। তিনি বলেছেন, কয়েকজনের খামখেয়ালিতে চলছে দল।

Updated By: Mar 31, 2014, 09:08 AM IST

দল তাঁকে বহিষ্কার করায় তিনি মর্মাহত। এক বিবৃতিতে একথা বললেন বিদ্রোহী বিজেপি নেতা জসবন্ত সিং। বিবৃতিতে দলের তীব্র সমালোচনাও করেছেন বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা। তিনি বলেছেন, কয়েকজনের খামখেয়ালিতে চলছে দল।

তাঁর মতে, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, ভৈঁরো সিং শেখাওয়াতের তৈরি বিজেপি আর নেই।

বাড়মেড় থেকে নির্দল প্রার্থী হিসাবেই তিনি লোকসভা ভোটে লড়বেন বলে ফের জানিয়েছেন জসবন্ত সিং। বাড়মেড় আসনের টিকিট নিয়েই দলের সঙ্গে সংঘাত বাঁধে তাঁর।

এই কেন্দ্রে সোনারাম চৌধুরীকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কিন্তু দলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বাড়মেড় থেকেই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন জসবন্ত সিং। তাঁকে বোঝানোর বহু চেষ্টা করেও ব্যর্থ হন বিজেপি নেতারা। তারপরেই গত শনিবার তাঁকে বহিষ্কার করে বিজেপি।

.