দুইয়ে দিল্লি, ছয়ে মুম্বই, আটে কলকাতা

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহরের তকমা ছিনিয়ে নিল ভারতের রাজধানী শহর। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে টোকিয়ো। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ১৯৯০ থেকে ২০১৪ সালে দিল্লির জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লির জনসংখ্যা ২৫ মিলিয়ন।

Updated By: Jul 11, 2014, 12:24 PM IST

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহরের তকমা ছিনিয়ে নিল ভারতের রাজধানী শহর। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে টোকিয়ো। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ১৯৯০ থেকে ২০১৪ সালে দিল্লির জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লির জনসংখ্যা ২৫ মিলিয়ন।

রাষ্ট্রসঙ্ঘের ২০১৪ সালের World Urbanisation Prospects রিপোর্ট অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বের মধ্যে ভারতে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা সর্বাধিক হবে। ভারত ছাপিয়ে যাবে চিনকেও।

অন্তত ২০৩০ সাল পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর থাকবে দিল্লি। দিল্লির জনসংখ্যা আনুমানিক ৩৬ মিলিয়ন ছোঁবে।

বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ জনবহুল শহর টোকিয়ো। টোকিয়োর বর্তমান জনসংখ্যা ৩৮মিলিয়ন। যদিও বর্তমানে এই শহরের জনসংখ্যা কমতে শুরু করেছে, ২০৩০ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে আনুমানিক ৩৭মিলিয়নে।

এই তালিকায় ছ`নম্বরে রয়েছে আর এক ভারতীয় শহর মুম্বই। ২০৩০ সালের মধ্যে ভারতের বাণিজ্য নগরীর জনসংখ্যা ২১ মিলিয়ন থেকে গিয়ে দাঁড়াবে ২৮ মিলিয়নে।

রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ২০১৪ থেকে ২০৫০ পর্যন্ত ভারত, চিন ও নাইজেরিয়ায় পৃথিবীর সর্বাধিক নগরায়ন হতে চলেছে। সারা বিশ্বের ৩৭% নগরায়নই এই তিনটে দেশে হতে চলেছে।

২০৫০ সালের মধ্যে ভারতে শহরে জনসংখ্যা ৮১৪ মিলিয়ন ছোঁবে। ছাপিয়ে যাবে চিনকে।

২০৩০ সালের মধ্যে বেঙ্গালুরু, হায়দরাবাদের সঙ্গেই কলকাতার জনসংখ্যা আনুমানিক ২৭ মিলিয়ন হবে বলে জানাচ্ছে এই রিপোর্ট।

.