ক্যানেল থেকে উদ্ধার আরও ৩ দেহ, দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ওই হিংসায় এখনও পর্যন্ত ৯২ ঘর, ৫২টি দোকান, ৫০০ গাড়ি, ২টি স্কুল, ৪টি কারখানা, ৪টি ধর্মীয় স্থান ধ্বংস হয়েছে। 

Updated By: Mar 1, 2020, 08:45 PM IST
ক্যানেল থেকে উদ্ধার আরও ৩ দেহ, দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

 

নিজস্ব প্রতিবেদন: দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। রবিবারও উত্তরপূর্ব দিল্লির গোকুলপুরী থেকে উদ্ধার হল ৩টি মৃতদেহ। একটি দেহ উদ্ধার হয় গোকুলপুরীর ক্যানেল থেকে এবং অন্য দুটি মৃতদেহ উদ্ধার হয় ভাগীরথী বিহারের একটি ক্যানেল থেকে। সবেমিলিয়ে দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬।

আরও পড়ুন-সুতো কেলেঙ্কারি! শিশু মৃত্যুর জেরে বন্ধ করে দেওয়া হল এনআরএসের SNCU

উল্লেখ্য, এর আগে গুরু তেগবাহাদুর হাসপাতালেই মারা যান ৩৮ জন। এলএনজেপি হাসপাতালে মৃত্যু হয় ৩ জনের। এখনও পর্যন্ত ৩০০ আহত বলে খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্য়ে রয়েছেন ১১ পুলিস কর্মী। প্রসঙ্গত, নর্দমা থেকেই উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মা।

এখনও পর্যন্ত রাজধানীতে হওয়া হিংসায় ১৬৭টি এফআইআর হয়েছে। আটক করা হয়েছে ৮৮৫ জনকে। দিল্লি চেম্বার অব কমার্সের একটি হিসেব অনুযায়ী চার দিনের হিংসায় সম্পত্তি নষ্ট হয়েছে ২৫,০০০ কোটি টাকা।

আরও পড়ুন-দিল্লিতে এত মানুষের প্রাণ গেল কেন; জবাব দিন, শাহকে নিশানা অভিষেকের

ওই হিংসায় এখনও পর্যন্ত ৯২ ঘর, ৫২টি দোকান, ৫০০ গাড়ি, ২টি স্কুল, ৪টি কারখানা, ৪টি ধর্মীয় স্থান ধ্বংস হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৭ মার্চ পর্যন্ত অশান্ত এলাকায় স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ১০০০ জওয়ান।

.