Mask Mandatory In Airport: বিমানযাত্রায় যাত্রীদের জন্য ফের বাধ্যতামূলক হল মাস্ক, অমান্য করলেই শাস্তি
ওই নির্দেশিকায় না মানলে কোনও যাত্রীকে 'আনরুলি' বলে চিহ্নিত করা হতে পারে
নিজস্ব প্রতিবেদন: দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। বাড়ছে পজিটিভিটি রেটও। এনিয়ে দেশের ৫ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। এর পাশাপাশি এবার দেশের বিমান বন্দরগুলিতে যাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করল ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(DGCA)।
ওই নির্দেশিকা অনুয়ায়ী এবার বিমানবন্দর ও বিমানের ভেতরে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। ওই নির্দেশিকায় না মানলে কোনও যাত্রীকে 'আনরুলি' বলে চিহ্নিত করা হতে পারে। তা হলে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিতে পারে বিমান পরিবহন সংস্থা।
In line with Delhi HC order, aviation regulator DGCA issues new Covid norms for airports, aircraft making masks mandatory throughout the journey, and permits mask removal only under exceptional circumstances. Violators may be treated as 'unruly passengers'.
— ANI (@ANI) June 8, 2022
ঠিক কী বলা হয়েছে ডিজিসিএ-র ওই নির্দেশিকায়? বলা হয়েছে, 'বিমান পরিবহন সংস্থাকে দেখতে হবে যাতে সব যাত্রী ঠিকমতো মাস পরেন ও গোটা যাত্রাপথে মাস্ক না খোলেন। কোনও ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া মাস্ক খোলা যাবে না। কোনও যাত্রী মাস্ক পরে না থাকলে বিমান ছাড়ার আগে তাঁকে নামিয়ে দেওয়া হবে।'
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক বিচারপতি বিমানে সফর করছিলেন। সে সময় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা হল, বিমানের ভেতরে আর কোনও যাত্রী কোভিড প্রটোকল মানছেন না। এরপরই দিল্লি হাইকোর্টে একটি সুয়োমোটো মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে গত ৩ জুন বিচারপতি বিপিন সাংভি ও বিচারপতি শচীন দত্ত বিষয়টির শুনানি করেন। তারপরেই দিল্লি হাইকোর্টের তরফে ডিজিসিএকে নির্দেশ দেওয়া হয়, যারা কোভিড বিধি বিমানবন্দরে মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাইলট, এয়ার হোস্টেসের এক্ষেত্রে যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা উচিত। এক্ষেত্রে যাত্রীকে সাবধান করা হবে। তাতে তিনি যদি তা না মানেন তাহলে তাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি যদি কোনও গুরুতর পরিস্থিতি হয় তাহলে ওই যাত্রীকে নো ফ্লাই লিস্টে ফেলা হবে। অর্থাত্ ওই যাত্রী বেশ কিছুদিন বিমানে সফর করতে পারবেন না।
এদিকে ডিজিসিএ ওই মামলায় আদালতে জানায়, এই ধরনের গাইডলাইন তাদের আগে থেকেই ছিল। তবে কিছুটা গাফিলতির পরিস্থিতি গোটা দেশজুড়েই তৈরি হয়েছে। ফলে ওই নিয়ম ফের তারা বলবত করবে। তারপরেই নির্দেশিকা জারি করে মাস্ক বাধ্যতামূলক করল ডিজিসিএ।
আরও পড়ুন-'রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়', কলকাতায় BJP-র বৈঠকে বার্তা নাড্ডার