Hardik Patel Joins BJP: কংগ্রেস ছেড়ে বিজেপিতে হার্দিক প্যাটেল, নিজেকে 'মোদীর সেনা' বলে দাবি
আগেই কংগ্রেস থেকে পদত্য়াগ করেছিলেন। বৃহস্পতিবার গুজরাতের গান্ধীনগরে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel)। আগেই কংগ্রেস থেকে পদত্য়াগ করেছিলেন। বৃহস্পতিবার গুজরাতের গান্ধীনগরে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি।
বৃহস্পতিবার সকালেই নতুন ইনিংস শুরুর বার্তা দিয়েছিলেন এই পাতিদার নেতা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে একজন সামান্য সৈন্যের ভূমিকায় কাজ করতে চান।
Ahead of Gujarat Assembly polls, Hardik Patel joins BJP
Read @ANI Story | https://t.co/YpiQJmd9wm#HardikPatel #HardikPateljoinsBJP #gujaratelections pic.twitter.com/8mV6tKKJX0
— ANI Digital (@ani_digital) June 2, 2022
পাতিদর জাতির অভাব-অভিযোগ নিয়ে আন্দোলন করে সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel)। ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস ছাড়ার আগে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শীর্ষ নেতাদেরও নিশানা করেন তিনি। গুজরাত বিধানসভা ভোটের আগে হার্দিকের দলবদল, কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।