ভুয়ো গল্প ফাঁদা হচ্ছে, রাজনীতি করবেন না, CBSE সিলেবাস বিতর্কে পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী এ-ও লিখেছেন, শিক্ষা আমাদের ছেলেমেয়েদের প্রতি পবিত্র কর্তব্য। আসুন শিক্ষা নিয়ে রাজনীতি করা ছেড়ে রাজনীতিকে শিক্ষিত করি।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 9, 2020, 07:03 PM IST
ভুয়ো গল্প ফাঁদা হচ্ছে, রাজনীতি করবেন না, CBSE সিলেবাস বিতর্কে পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সিবিএসইর সিলেবাস কাটছাঁট নিয়ে উঠছিল প্রশ্ন। এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

২০২০-২১ শিক্ষাবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণির ১৯০ টি বিষয়ের মধ্য থেকে প্রায় ৩০ শতাংশ অধ্যায় বাদ দিয়েছে সিবিএসই। সে অধ্যায়গুলির মধ্যে রয়েছে গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, ধর্ম নিরপেক্ষতা। তাহলে কি পরিকল্পিত ভাবেই নিজেদের কোনও সুপ্ত স্বার্থ চরিতার্থ করছে সরকার। উঠছিল এ প্রশ্নও।

 

তবে একাধিক টুইট করে মোক্ষম জবাব দিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।  টুইটে তিনি লিখেছেন সিবিএসইর এই সিলেবাস বাদ দেওয়াকে ভুয়ো গল্প ফেঁদে চাঞ্চল্য ছড়ানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে যাতে ছাত্র-ছাত্রীদের অধিক চাপ লাঘব করা যায় সে উদ্দেশ্যেই জাতীয় শিক্ষা বোর্ড এই সিলেবাসের বোঝা কমিয়েছে।

আরও পড়ুন: জলের তলায় কাজিরাঙা, পায়ের তলায় মাটি পেতে জাতীয় সড়কে বণ্য প্রাণীরা

সিবিএসইর এই সিলেবাস কমানোর বিরুদ্ধে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি টুইট করেছিলেন,"আমি এটা জেনে বিস্মিত যে নাগরিকত্ব, ধর্মীয় নিরপেক্ষতার মতো অধ্যায়গুলোকে সিবিএসই বাদ দিয়েছে।

সিবিএসই বুধবার জানিয়েছিল এনসিআরটির (NCERT) বিকল্প ক্যালেন্ডারকে অনুসরণ করেই সিলেবাস কমানো হয়েছে। যা সংবাদমাধ্যমে ভুলভাবে দেখানো হচ্ছে।  সেই কথা ফের টেনে এনে রমেশ পোখরিয়াল জানিয়েছেন বিভিন্ন শিক্ষাবিদদের পরামর্শ নিয়েই এনসিআরটির বিকল্প ক্যালেন্ডারকে অনুসরণ করে এই সিলেবাস কমানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী এ-ও লিখেছেন, শিক্ষা আমাদের ছেলেমেয়েদের প্রতি পবিত্র কর্তব্য। আসুন শিক্ষা নিয়ে রাজনীতি করা ছেড়ে রাজনীতিকে শিক্ষিত করি।

.