বাঘ `বাবা`জির বাত্‍সল্যপ্রেম

জীবকূলে পিতৃস্নেহে মানুষের একচ্ছত্র অধিকার বলে মনে করা হত। সম্প্রতি সেই ভুল ভেঙেছে রণথম্ভোরের পুরুষ বাঘ জালিম। বেড়ালের মেসোর এই কাণ্ডে অবাক পশু বিশেষজ্ঞরাও।

Updated By: Mar 29, 2012, 04:58 PM IST

জীবকূলে পিতৃস্নেহে মানুষের একচ্ছত্র অধিকার বলে মনে করা হত। সম্প্রতি সেই ভুল ভেঙেছে রণথম্ভোরের পুরুষ বাঘ জালিম। বেড়ালের মেসোর এই কাণ্ডে অবাক পশু বিশেষজ্ঞরাও।
রণথম্ভোর এর কাচিদায় বছরখানেক আগে মাকে হারিয়েছিল দুই বাঘশাবক। বনকর্তাদের ধারণা ছিল, অনাদরে বেড়ে উঠছে তারা। মাঝে মাঝেই শাবক দুটি উধাও হয়ে যাওয়ায় চিন্তায় পড়তেন বনকর্মীরা। এমন সময় সাম্মানিক বনাধিকারীক বালেন্দু সিং-এর পাতা ক্যামেরায় ধরা পড়ে, এক পুর্ণবয়স্ক পুরুষ বাঘের সঙ্গে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তারা। পরম স্নেহে মাতৃহারা ব্যাঘ্র শাবকদুটিকে দেখভাল করছে সেই পুরুষ বাঘটি। স্নেহশীল সেই বাঘ-বাবার এক্সক্লুসিভ ছবি দেখতে ক্লিক করুন নীচের ভিডিওতে।

.