মুম্বইয়ের সরকারি ভবনে ভয়াবহ আগুন
বুধবার সকালে দক্ষিণ মুম্বইয়ের এক সরকারি ভবনে ভয়াবহ আগুন লাগে। বলার্ড এস্টেটে আয়কর দফতরের অফিসের সামনে এই আগুন লাগে। ঘটনাস্থলে আছে দমকলের পাঁচটি ইঞ্জিন। অফিসের ভিতর রেউ আটকে আছেন কিনা তা এখনও জানা যায়নি।
চারতলা অফিস বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ মুম্বই এলাকায়। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ব্যালার্ড পায়ার এক্সচেঞ্জ বিল্ডিংয়ের চারতলায় আগুন দেখতে পান অফিসের কর্মচারীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসি মেশিন থেকেই আগুন ছড়ায় চারতলা ওই পুরনো বাড়িতে।
বাড়িটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দফতর রয়েছে। রয়েছে সেনসাস ডিরেক্টরেট, নার্কোটিক কন্ট্রোল, কনজিউমার দফতরসহ একাধিক অফিস। আগুনে চারতলায় সেনসাস দফতরের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনসাসের জয়েন্ট ডিরেক্টর। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকলের বারোটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যাবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।