টাকার দামে রেকর্ড পতন! ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে কোপ
মঙ্গলবার বাজার শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়িয়েছে ৮০ টাকা। যা এককথায় রেকর্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম এক ডলারের দাম পৌঁছেছে ৮০ টাকায়। ফের দাম পড়ল টাকার (Indian Rupee)। মঙ্গলবার বাজার শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়িয়েছে ৮০ টাকা। যা এককথায় রেকর্ড। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রা বেড়েছে ১৬ পয়সা, থেমেছে ৭৯.৯৮ টাকায়।
ক’দিন ধরেই দেশের মুদ্রার দরে ক্রমাগত পতনের জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে মোদী সরকার। সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থির মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার দাম পড়েছে প্রায় ২৫ শতাংশ। বাদল অধিবেশনের শুরুতেই একটি প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
২০১৪ সালে ভারতীয় মুদ্রায় এক ডলারের দাম যা ছিল, ২০২২ সালে সেই দাম বেড়েছে অন্তত ১৬ টাকা ৮ পয়সা। সোমবার বাদল অধিবেশনের শুরুতেই লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল কেন্দ্র সরকার। টাকার দরের পতন হলে কী ক্ষতি হতে পারে তা অনেকেরই অজানা। এক্ষেত্রে প্রথম প্রভাব সরাসরি পড়তে পারে পেট্রল-ডিজেলের উপর। কারণ টাকার দরে পতন ঘটলে জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকেই। ফলে দামি হতে পারে পেট্রল-ডিজেল।
আরও পড়ুন, অন্তর্বাস খুলে পরীক্ষা দিতে বাধ্য হয় ছাত্রী! বিতর্কের NEET ঘিরে চাপানউতোর