সাতসকালেই পাক সীমানা থেকে অনুপ্রবেশের চেষ্টা, তরণ তারণে বিএসএফের গুলিতে খতম ৫

শেষ খবর পাওয়া পর্যন্ত যে জায়গায় গুলি চলেছিলে সেই এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 22, 2020, 12:52 PM IST
 সাতসকালেই পাক সীমানা থেকে অনুপ্রবেশের চেষ্টা, তরণ তারণে বিএসএফের গুলিতে খতম ৫
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ।

শনিবার ভারে পঞ্জাবের তরনতারন জেলার ভারত-পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৫ অনুপ্রবেশকারী। তাদের গুলি করে খতম কর বিএসএফ। ঘটনাটি ঘটেছে ভিখিইন্দি সাব ডিভিশনের ডাল গ্রামে।

আরও পড়ুন-'অস্ত্র কারবারের সঙ্গে জড়িত'! গ্রেফতার বসিরহাটের প্রভাবশালী বিজেপি নেতা

সীমান্তরক্ষী বাহিনীর তরফে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ তরনতারনে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে চলে আসে বেশ কয়েকজন।  তাদের গতিবিধি নজরে পড়ে যায় বিএসএফের ১০৩ নম্বর ব্যাটালিয়নের। ওইসব অনুপ্রবেশকারীকে থামতে বলে বিএসএফ। কিন্তু তার পরিবর্তে তারা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় বিএসএফও। তাতেই মৃত্যু হয় ওই ৫ জনের। ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, ব্যাগ ও পিস্তল উদ্ধার হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন-উদ্ধারে এগিয়ে এল না কেউ, বৃষ্টিতে ভিজে প্রায় ১০ ঘণ্টা রাস্তায় পড়ে রইলেন অসুস্থ মহিলা

শেষ খবর পাওয়া পর্যন্ত যে জায়গায় গুলি চলেছিলে সেই এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। দেখা হচ্ছে আরও কেউ সীমান্ত পেরিয়ে এলাকায় ঢুকেছে কিনা।

.