গুগল মামলার শুনানি পিছোল

গুগল ফেসবুকের দায়ের করা মামলার শুনানি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষনা করেছেন হাইকোর্টের বিচারপতিরা। সোমবার নিম্ন আদালতে শুনানি চলাকালীন গুগল এবং ফেসবুক জানায় তাদের পক্ষে প্রকাশিত ছবি ও দস্তাবেজের ওপর নজরদারি চালানো সম্ভব নয়।

Updated By: Jan 19, 2012, 07:16 PM IST

গুগল ফেসবুকের দায়ের করা মামলার শুনানি স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষনা করেছেন হাইকোর্টের বিচারপতিরা। সোমবার নিম্ন আদালতে শুনানি চলাকালীন গুগল এবং ফেসবুক জানায় তাদের পক্ষে প্রকাশিত ছবি ও দস্তাবেজের ওপর নজরদারি চালানো সম্ভব নয়।
২১টি সংস্থার প্রতিনিধিদের আগামী ১৩ মার্চ নিম্ন আদালতে হাজিরা দিতে সমন জারি করা হয়েছে। ২১টি সংস্থার মধ্যে ১০টি সংস্থাই বিদেশি। ফেসবুক ইন্ডিয়ার বক্তব্য ছিল সেক্ষেত্রে কী ভাবে তাদের বিরুদ্ধে সমন জারি করা হবে? আদালত জানিয়ে দেয়, বিদেশ মন্ত্রকের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় বিদেশি সংস্থাগুলিতে সমন পাঠানো হবে। গুগল, ফেসবুককে ইতিমধ্যেই সতর্ক করে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আপত্তিকর বিষয় না সরানো হলে চিনের মতো ভারতেও `ব্লক` করে দেওয়া হবে।
শুধু সরানোই নয়, আপত্তিকর বিষয় আটকাতেও তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরই শুক্রবার, দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুদেশ কুমারের কাছে একটি ২ পাতার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। ২১টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বিরুদ্ধে কেন্দ্রের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। এরপরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর অনুমোদন দেয় কেন্দ্র।

.