ক্যান্সারের ওষুধের দাম কমছে ৩০ গুণ

ক্যান্সার আক্রান্তদের আর লক্ষাধিক টাকা ব্যয় করে ওষুধ কিনতে হবে না। কিডনি ও লিভার ক্যান্সারের ওষুধ `নেক্সাভার`-এর দাম প্রায় ৩ লক্ষ টাকা থেকে কমে হচ্ছে ৮,৮৮০ টাকা। অর্থাত্‍ দাম কমছে প্রায় ৩০ গুণ।

Updated By: Mar 13, 2012, 07:30 PM IST

ক্যান্সার আক্রান্তদের আর লক্ষাধিক টাকা ব্যয় করে ওষুধ কিনতে হবে না। কিডনি ও লিভার ক্যান্সারের ওষুধ `নেক্সাভার`-এর দাম প্রায় ৩ লক্ষ টাকা থেকে কমে হচ্ছে ৮,৮৮০ টাকা। অর্থাত্‍ দাম কমছে প্রায় ৩০ গুণ।
নেক্সাভার তৈরির পেটেন্ট রয়েছে জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেয়ার কর্পোরেশনের। মঙ্গলবার ভারতীয় পেটেন্ট আইনের ৮৪ নম্বর ধারায় `নেক্সাভার` তৈরি ও বিক্রির অনুমতি দেওয়া হল হায়দরাবাদের সংস্থা ন্যাটকো ফার্মাকে। কিডনি ও লিভার ক্যান্সার আক্রান্তদের একমাসে ১২০টি `নেক্সাভার` ট্যাবলেট প্রয়োজন হয়। অর্থাত্, প্রতি মাসে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে ক্যান্সারের ওষুধ কিনতে হয় তাঁদের। এবার থেকে তাঁরা ওই ওষুধ ৮,৮৮০ টাকাতেই কিনতে পারবেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেয়ার কর্পোরেশন চাহিদা অনুযায়ী যথেষ্ট `নেক্সাভার` রফতানি করছে না ভারতে। ২০০৮-এ তারা নেক্সাভার রফতানি করেনি। ২০০৯ ও ২০১০-এও খুব স্বল্প পরিমাণ ওষুধই ভারতে পাঠিয়েছে বেয়ার কর্পোরেশন। ভারতের চাহিদা মেটাতেই তাই ন্যাটকো ফার্মাকে `নেক্সাভার` তৈরি ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারত সরকারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বেয়ার কর্পোরেশন। অপরদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়ে দিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় কোনও দেশ স্বত্বাধিকারীর সঙ্গে আলোচনা না করেই ওষুধ তৈরি ও বিক্রির কোনও সংস্থাকে `কম্পালসারি লাইসেন্স` দিতেই পারে।

.